ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাফ্ফার চৌধুুরীর শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৫:০৭, ৩০ নভেম্বর ২০১৭

গাফ্ফার চৌধুুরীর শারীরিক অবস্থার উন্নতি

সংবাদদাতা, ভিয়েনা (অস্ট্রিয়া) থেকে ॥ প্রথিতযশা সাংবাদিক, সাহিত্যিক, কলাম লেখক এবং একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর মেয়ে বিনিতা চৌধুরী আমাকে ফোনে জানান, তার পিতার অক্সিজেন মাস্ক খুলে নেয়া হয়েছে। অক্সিজেন মাস্ক ছাড়াই তিনি শ্বাস নিতে পারছেন। তবে হাঁপানির কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু একটু করে কথা বলতে পারছেন। তরল জাতীয় খাবার খেতে পারছেন। ডাক্তাররা বুধবার তাঁকে বেড থেকে তুলে চেয়ারে বসিয়েছিলেন। বেস্ট স্টিল ব্র্যান্ড স্বীকৃতি ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ বিএসআরএমকে রিইনফোর্সিং স্টিল ক্যাটাগরিতে এ বছরের সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়। -বিজ্ঞপ্তি চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি বিশেষ প্রতিনিধি ॥ প্রশাসনে চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এই চার অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর তাদের আগের পদেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অপরূপ চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মোফাজ্জেল হোসেন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা।
×