ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মার চরের জঙ্গী আস্তানায় ফের অভিযান ॥ পরিচয় মেলেনি ৩ জঙ্গীর

প্রকাশিত: ০৫:০৬, ৩০ নভেম্বর ২০১৭

পদ্মার চরের জঙ্গী আস্তানায় ফের অভিযান ॥ পরিচয় মেলেনি ৩ জঙ্গীর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ॥ ভারতীয় সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলির পদ্মার চরের সেই জঙ্গী আস্তানা ঘিরে ফের পুরো এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে র‌্যাব। বুধবার ভোর থেকে বিপুলসংখ্যক র‌্যাব সদস্য এ চরে অভিযান শুরু করে। তবে বিকেল পর্যন্ত কোন কিছুই উদ্ধার করা যায়নি। ভারতে লালগোলা সীমান্তবর্তী পদ্মার এই বিশাল চরে কয়েক হাজার বসতি রয়েছে। এদিকে নিহত তিন জঙ্গীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুবুল আলম জানান, পদ্মার দুর্গম চর আলাতুলিতে কয়েক হাজার মানুষের বসতি রয়েছে। ওই চরে কারা বসতি গড়েছে বা বহিরাগত কেউ সেখানে অবস্থান করছে কিনা অথবা কোথাও গোলাবারুদ মজুদ রয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে এ অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে জঙ্গী ও সন্ত্রাসীদের বিষয়ে চরবাসীকে সচেতন করা হচ্ছে এ অভিযানের মাধ্যমে। এদিকে, আলাতুলির আস্তানায় বিস্ফোরণে নিহত জেএমবির তিন জঙ্গীর লাশের কোন পরিচয় মেলেনি। এ ঘটনায় এখনও র‌্যাবের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা। তবে তিনি জানান, র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের কথা রয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলির মধ্যচরে র‌্যাবের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে নিহত তিন জঙ্গীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
×