ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের ঘোষণা সন্তু লারমার

প্রকাশিত: ০৫:০৫, ৩০ নভেম্বর ২০১৭

পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের ঘোষণা সন্তু লারমার

স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যথাযথ বাস্তবায়নে দশ দফা কর্মসূচীর ভিত্তিতে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন সংঘটিত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, দেশ-বিদেশের জনমতকে বিভ্রান্ত করতে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি ধারা ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে ‘অসত্য’ বক্তব্য প্রচার করে আসছে। বস্তুত মাত্র ২৫টি ধারা বাস্তবায়িত হয়েছে। দুই তৃতীয়াংশ ধারা এখনও অবাস্তবায়িত রয়েছে। চুক্তি বাস্তবায়নে সরকারের মধ্যে দায়সারা উদ্যোগ, চুক্তির অবাস্তবায়িত মৌলিক বিষয়সমূহ বাস্তবায়নে গড়িমসি এবং চুক্তি বাস্তবায়ন সম্পর্কে অসত্য তথ্য প্রচার জুম্ম জনগণকে ভাবিয়ে তুলেছে। এমন কাজের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, সরকার জুম্ম জনগণসহ পার্বত্যবাসীর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠায় চরমভাবে অনাগ্রহী। সরকার নিজেই এখন চুক্তিবিরোধী হয়ে উঠেছে। ফলে পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। জুম্ম জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। পার্বত্য চট্টগ্রামের যেকোন অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২০তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
×