ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে চার খুনের দায়ে মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:৩২, ৩০ নভেম্বর ২০১৭

জয়পুরহাটে চার খুনের দায়ে মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৯ নবেম্বর ॥ জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর তালপাড়ায় শিশু পুত্র, শাশুড়ি, শালিকা এবং ফুফা শ্বশুরকে হত্যার দায়ে সুমন হেমরম নামে একজনকে মৃত্যুদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন দায়রা জজ মোমতাজ পারভীন। বুধবার তিনি এ রায় দেন। উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জুন রাতে সুমন হেমরম তার শ্বশুর বাড়িতে তার শিশুপুত্র সানি হেমরম, শালিকা তেরেজা মারান্ডি, শাশুড়ি সন্ধ্যা রানী, ফুফা শ্বশুর লুকাশ হেমরম এবং স্ত্রী সিলভিয়া মারান্ডিকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘাতক সুমনকে আটক করে। সুমনের অস্ত্রের আঘাতে চারজন ঘটনাস্থলে মারা যায়। তার স্ত্রী সিলভিয়াকে গুরুতর অবস্থায় এলাকাবাসী হাসপাতালে ভর্তি করে। কচুয়ায় যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, কচুয়া উপজেলার শীলাস্থান গ্রামে মসজিদের ইমাম শাহ আলম ওরফে সাহেব আলীকে হত্যার অপরাধে রনি সরকারকে যাবজ্জীবন কারাদ- এবং একই সঙ্গে ২ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২ অক্টোবর সকাল সাড়ে ৬টায় সাহেব আলী স্থানীয় মধ্যপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় শিশুদের পাঠদান করছেন। ওই সময় শিশুদের সামনে মাদ্রাসায় প্রবেশ করে রনি সরকার তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে সাহেব আলীর পেটে আঘাত করেন। ঘটনাস্থলেই সাহেব আলীর মৃত্যু হয়। জামায়াত নেতার ১০ বছরের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৯ নবেম্বর ॥ অস্ত্র মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলমগীর হোসাইনকে ১০ বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আবুল বাশার মুন্সী এ আদেশ দেন। এ সময় দ-প্রাপ্ত আলমগীর হোসাইন আদালতে উপস্থিত ছিলেন। জানা যায়, ২০১৫ সালের ৮ আগস্ট লোহাগড়া উপজেলার রাজুপুর এলাকা থেকে আলমগীর হোসাইনকে শুটারগানসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়।
×