ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরল পৌর নির্বাচনে ৭২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রকাশিত: ০৪:২৯, ৩০ নভেম্বর ২০১৭

বিরল পৌর নির্বাচনে ৭২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরল পৌরসভা নির্বাচনে ঋণ খেলাপীর দায়ে মেয়র পদে ১ ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মেয়র পদে ৯, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর ২১ ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। বিনামূল্যে বীজ ও সার বিতরণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৯ নবেম্বর ॥ কৃষিকাজের স্বার্থে শুকনো মৌসুমে অনাবাদি জমিতে শস্য আবাদের স্বার্থে প্রত্যেকটি স্লুইস সংযুক্ত খালের সামনে অস্থায়ী বাঁধ দেয়ার প্রয়োজনীয় অর্থ যোগানের ঘোষণা দিলেন এমপি মাহবুবুর রহমান। বুধবার সহস্রাধিক কৃষকের সমাবেশে সরকারী উদ্যোগে বিনামূল্যে ডালজাতীয় শস্যের বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণায় কৃষকরা লোনা পানির প্রবেশ ঠেকানোর সুবর্ণ সুযোগ পাবে। এ সময় উপজেলার ১২শ’ কৃষককে বিনামূল্যে সরকারী উদ্যোগে ভুট্টা, চিনাবাদাম, খেসারি, মুগ ও ফেলন ডালের বীজসহ সার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তানভীর রহমান সভাপতিত্ব করেন। ৯৭২ বাড়িতে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৯ নবেম্বর ॥ পৌরসভার ভোগতি গ্রামসহ ৯টি ওয়ার্ড এবং ৩টি গ্রামে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে ভোগতি গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ৯৭২ বাড়িতে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কেশবপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান প্রমুখ।
×