ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বোনাস সমন্বয়ের পর কেয়া কসমেটিকসের দর বেড়েছে

প্রকাশিত: ০৪:২২, ৩০ নভেম্বর ২০১৭

বোনাস সমন্বয়ের পর কেয়া কসমেটিকসের দর বেড়েছে

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ারে। বুধবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ বেড়েছে। যদিও বুধবার কেয়া কসমেটিকস সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ১৬ দশমিক ১৩ শতাংশ কমেছে। তবে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসাব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়। কেয়া কসমেটিকস সর্বশেষ হিসাব বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৫ টাকা ৫০ পয়সা। ২০ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১২ টাকা ৫০ পয়সা। এর বিপরীতে বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১৩ টাকা ১০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×