ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা

প্রকাশিত: ০১:১৩, ২৯ নভেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের মিশ্রাবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৬৭৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৩৩ কোটি ৯৭ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৮১৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬১ পয়েন্টে। এই দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ২৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি এক হাজার ৪৯৫ বারে ৮৮ লাখ ৪২ হাজার ৫৪৭টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। কোম্পানিটির ৪ হাজার ৮৫০ বারে ২০ লাখ ১৪ হাজার ৫৭৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৬ কোটি ৮০ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক এক হাজার ৩৭২ বারে ১৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুড ১৭ কোটি ১৫ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্ট ১৬ কোটি ৭৯ লাখ টাকা, এবি ব্যাংক ১৬ কোটি ২ লাখ টাকা, গ্লোবাল হেভি কেমিক্যাল ১৫ কোটি ৪৫ লাখ টাকা, বিডি থাই অ্যালুমিনিয়াম ১৫ কোটি ৪৫ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার ১৪ কোটি ৯৭ লাখ টাকা ও লংকাবাংলা ফিন্যান্স ১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদন করেছে। দিনটিতে দর বাড়ার শীর্ষে রয়েছে স্কয়ার টেক্সটাইল লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ১৬ বারে ৭ লাখ ৬২ হাজার ২৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৪ লাখ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৬৬ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৮৮৬ বারে ১০ লাখ ১৬ হাজার ৩৪২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৭৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের ৩১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯১ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ৬৭৪ বারে ৩১ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। দরবৃদ্ধির তালিকার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, শমরিতা হসপিটাল, বাংলাদেশ সাব-মেরিন ক্যাবল, উসমানিয়া গ্লাস, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স ও রংপুর ফাউন্ডারি লিমিটেড। এদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪২৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।
×