ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেশবপুরে ৯৭২ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ

প্রকাশিত: ২১:০৬, ২৯ নভেম্বর ২০১৭

কেশবপুরে ৯৭২ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুর পৌরসভার ভোগতি গ্রামসহ ৯টি ওয়ার্ড এবং ৩টি গ্রামে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে পৌর সভার ভোগতি গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সুইচ টিপে ৯শ'৭২ বাড়িতে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই কেশবপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। ইতোমধ্যে প্রায় সকল এলাকায় বিদ্যুত দেয়া হয়ে গেছে। উঠান বৈঠকে জনগনের উদ্যেশে তিনি বলেন, আপনারা বিদ্যুত পেয়েছেন, সোলার দেয়া হয়েছে, গ্রামেরা পাকা করা হয়েছে। সরকার আপনাদের সকল অভাব দূর করতে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ নানা রকম সহযোগিতা করছে। এতো উন্নয়ন এর আগে কোন সরকার করেনি। কেশবপুরেও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। মঙ্গল রাত আটটার দিকে পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ডের বায়সা মোড়ে সামছুর রহমানের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এক সাথে পৌরসভার ভোগতিসহ ৯টি ওয়ার্ড এবং ভাল্লুকঘর গ্রাম, বিষ্ণুপুর গ্রাম ও চাঁদড়া গ্রামে নতুন বিদ্যুত সংযোগ প্রদান করেন। যশোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, মহিলা লীগের রেবা ভৌমাক, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সচিব মোতাহার হোসাইন প্রমুখ।
×