ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসছে রোবট সোফিয়া, প্রশ্নের জবাব দেবে

প্রকাশিত: ০৮:৩৩, ২৯ নভেম্বর ২০১৭

আসছে রোবট সোফিয়া, প্রশ্নের জবাব দেবে

বিডিনিউজ ॥ হংকংভিত্তিক কোম্পানি হ্যান্সন রোবটিক্সের তৈরি ‘ সোফিয়া’ বাংলাদেশে আসছে। মানুষের চেহারার এই রোবটটি প্রশ্নের জবাবও দিতে পারে। আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ এ থাকবে সোফিয়া, যাকে এবারের ‘চমক’ বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতর ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসে সোফিয়ার খবর দেন তিনি। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও ছিলেন। পলক বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই। আমরা এবার ডিজিটাল ওয়ার্ল্ডে পৃথিবীর প্রথম সোশ্যাল রোবট সোফিয়াকে আমন্ত্রণ জানিয়েছি। এই রোবট নির্মাতা হ্যান্সনও আসছেন। তারা ৫ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছবেন। খ্যাতনামা হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে ২০১৫ সালে তৈরি করা হয় রোবট সোফিয়াকে। এই যন্ত্রমানবী প্রশ্ন শুনে তার উত্তরও দিতে পারে। গত অক্টোবরেই রোবটটিকে সৌদি আরবের নাগরিকত্ব দেয়া হয়। পলক বলেন, আমরা দেখব এই রোবট কীভাবে মানুষের সঙ্গে ইন্টারএ্যাকশন করে। সারা পৃথিবীর খবর রাখে, ফান করে, কিছু জিজ্ঞাসা করলে জবাব দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিন ৬ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে থাকবে ‘সোফিয়া’। ৬ ডিসেম্বর এই তথ্য ও প্রযুক্তি মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। ফিলিপিন্স, মালদ্বীপ, সৌদি আরব, কম্বোডিয়া ও নাইজিরিয়ার মন্ত্রীরা এই সম্মেলনে অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এবারের আয়োজনে সফটওয়্যার শোকেসিং, ই-গবর্ন্যান্স এক্সপো, মোবাইল ইনোভেশন, ই-কমার্স এক্সপো, স্টার্ট-আপ বাংলাদেশ জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট ২৯টি সেমিনার, ডেভেলপমেন্ট পার্টনার্স কনফারেন্স, গেমিং কনফারেন্স, আইসিটি এডুকেশন কনফারেন্স হবে। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে ৫ লাখেরও বেশি দর্শক সমাগমের আশা করছে আয়োজকরা।
×