ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফোল্ডিং বাড়ি

প্রকাশিত: ০৬:০৬, ২৯ নভেম্বর ২০১৭

ফোল্ডিং বাড়ি

এবার আবিষ্কার হলো এমন এক বাড়ি, যা তৈরি করতে সময় লাগে মাত্র ৬ ঘণ্টা। এটি ফোল্ডিং সুবিধার বাড়ি। অর্থাৎ প্রয়োজনে বাড়িটি খুলে অন্যত্র সরানো যাবে। ভূমিকম্প প্রতিরোধক আধুনিক এই বাড়ি একই সঙ্গে পরিবেশবান্ধব। গ্রিড ইলেক্ট্রিকসিটির পরিবর্তে সোলার প্যানেল সিস্টেম, এলইডি লাইট এবং বৃষ্টির জল সংরক্ষণ সিস্টেম থাকবে। -জিনিউজ কাঠের চার্জার বিভিন্ন কোন করে কাটা একটি কাঠের টুকরো, যেটি মূলত একটি গ্যাজেট। অর্থাৎ একের ভেতর অনেক কিছু। এই কাঠের টুকরোটি হচ্ছে আসলে মোবাইল স্ট্যান্ড। এটাতে মোবাইল রাখা হলে তা চার্জ হতে থাকে। এটা ওয়্যারলেস চার্জার হিসেবেও কাজ করে। আর এতে ব্যবহার হয়েছে ন্যানো টেকনোলজি। যার নাম ‘ন্যানো- সাকসন টেকনোলজি।’ -কলকাতা টুয়েন্টিফোর
×