ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর প্রশিক্ষণ সামগ্রীর প্রদর্শনী প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত: ০৬:০৫, ২৯ নভেম্বর ২০১৭

সেনাবাহিনীর প্রশিক্ষণ সামগ্রীর প্রদর্শনী প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ সামগ্রীর প্রদর্শনী (ট্টেনিং এইড ডিসপ্লে) প্রতিযোগিতা ২০১৭ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সদর দফতর ১৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে টাঙ্গাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় মেজর ফরমেশনের মধ্যে আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্ডক) দল চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল রানারআপ এবং মাইনর ফরমেশনের মধ্যে ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং লগ এরিয়া দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ সময় ঘাটাইল অঞ্চলে কর্মরত ঊর্ধতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে। -আইএসপিআর বেসিক ব্যাংকের দুই সাবেক পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ স্টাফ রিপোর্টার ॥ বেসিক ব্যাংকের সাবেক পরিচালক একেএম কামরুল ইসলাম ও জাহাঙ্গীর আখন্দ সেলিমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঋণ কেলেঙ্কারির ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা প্রধান কার্যালয়ে ছিলেন। এ ব্যাপারে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে নিশ্চিত করেছেন। দুদক পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। উল্লেখ্য, ঋণ কেলেঙ্কারি তদন্তে এর আগে ব্যাংকটির চার পরিচালক, সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন্নাহার আহমেদ, ফখরুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও অধ্যাপক কাজী আকতার হোসাইনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে ঋণ কেলেঙ্কারির প্রধান হিসেবে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে ৪ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।
×