ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রকাশিত: ০৬:০৪, ২৯ নভেম্বর ২০১৭

বাল্যবিবাহ থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা,সীতাকু-, চট্টগ্রাম, ২৮ নবেম্বর ॥ এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলেন স্কুলপড়ুয়া কিশোরী রুপা আক্তার (১৬)। এ ঘটনায় কিশোরীর পিতা লিয়াকত আলী লাতুকে আটক করা হয়েছে। তবে প্রাপ্ত বয়স পূর্ণ হওয়ার পর মেয়ের বিয়ের প্রতিশ্রুতিতে মুচলেকা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার রাত ১০ টায় উপজেলার পৌরসদর নামারবাজার মমতাজ সওদাগরের দোকান সংলগ্ন বাড়িতে বাল্যবিবাহ বন্ধে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি কামরুজ্জামান। নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে বাল্যবিবাহের খবর পেয়ে আমি বিয়ে বাড়িতে ছুটে যাই। পরিবারের লোকজন অপ্রাপ্ত বয়সের কিশোরীকে জোরপূর্বক বিয়ে দিচ্ছে বলে জানতে পারি।
×