ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গৃহকর পুনর্মূল্যায়ন স্থগিত

ঘেরাওয়ের পরিবর্তে আনন্দ মিছিল ৪ ডিসেম্বর

প্রকাশিত: ০৬:০৩, ২৯ নভেম্বর ২০১৭

ঘেরাওয়ের পরিবর্তে আনন্দ মিছিল ৪ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবশেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে স্থগিত হল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় গৃহকর পুনর্মূল্যায়ন কার্যক্রম। দেশের সকল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে গৃহকর বিষয়ে অনুষ্ঠিত এক সভা শেষে গত রবিবার বিকেলে এ সংক্রান্ত স্থগিতাদেশ জারি করে মন্ত্রণালয়। এদিকে, গৃহকর পুনর্মূল্যায়নের ওপর স্থগিতাদেশ জারি হওয়ায় স্বস্তি এসেছে চট্টগ্রাম নগরীর বাড়ির মালিকদের। এ অবস্থায় আগামী ৪ ডিসেম্বর নগর ভবন ঘেরাও কর্মসূচীর পরিবর্তে আনন্দ উদ্যাপন করবে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এ বৈঠকে ওঠে আসে গৃহকর পুনর্মূল্যায়ন নিয়ে সকল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারীদের আপত্তি এবং অসন্তোষ প্রসঙ্গ। মন্ত্রণালয়ের জারি করা করবিধি মাঠ পর্যায়ে প্রয়োগ করতে গেলে গৃহকর বেড়ে যায় দ্বিগুণেরও বেশি। এমতাবস্থায় চট্টগ্রামে শুরু হয় পুনমূর্ল্যায়নের কার্যক্রমবিরোধী আন্দোলন। গড়ে ওঠে ‘চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ’ নামের একটি সংগঠনের। এ আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং এম মঞ্জুর আলমও। সংগঠনটির পক্ষ থেকে আগামী ৪ ডিসেম্বর নগর ভবন ঘেরাও কর্মসূচী প্রদান করা হয়েছিল।
×