ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে পাঁচজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:০২, ২৯ নভেম্বর ২০১৭

শেরপুরে পাঁচজনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, চাঞ্চল্যকর মাহমুদুল হাসান হত্যা মামলায় ২ সহোদরসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড- ও ২০ হাজার টাকা করে অর্থদন্ড- অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আওলাদ হোসেন ভূইয়া। দন্ডিতরা হচ্ছেন সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা গ্রামের সহোদর আব্দুল মুন্নাফ ও আব্দুল মোতালেব, হাফিজুর রহমান, সৈয়দ জামান ও শরীফুল ইসলাম। জানা গেছে, ২০০৪ সালের ১৫ এপ্রিল সকালে সদর উপজেলার চরভাবনা নামাপাড়া গ্রামের মাহমুদুল হাসানের পরিচালনাধীন শ্যালোমেশিন থেকে জমিতে সেচের পানি নিতে গিয়ে ঝগড়ায় লিপ্ত হয় আব্দুল মুন্নাফ। একপর্যায়ে আব্দুল মুন্নাফের ডাকে নিজেদের আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে মাহমুদুল হাসানকে বেধড়ক মারপিট শুরু করে। তখন ঘটনাস্থলেই প্রাণ হারায় মাহমুদুল হাসান।
×