ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগ দিলেন মমতাজ উদ্দিন

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ নভেম্বর ২০১৭

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগ দিলেন মমতাজ উদ্দিন

প্রকৌশলী একেএম মমতাজ উদ্দিন ২৬ নবেম্বর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮২ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ১৯৮৮ সালে এমএসসি ইন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৩ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে যোগদান করে বোর্ডের নক্সা সার্কেল, তিস্তা ব্যারেজ প্রকল্প, জিকে সেচ প্রকল্প, যমুনা ও পদ্মা নদীর ভাঙ্গন রোধ প্রকল্পসমূহ ও মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্পের আওতাধীন অবকাঠামো নির্মাণ সাফল্যের সঙ্গে সমাপ্ত করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী তীর সংরক্ষণ, সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্পে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি কক্সবাজারের শুঁটকি বিদেশেও রফতানি হচ্ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ কক্সবাজার উপকূলজুড়ে এখন চলছে শুঁটকি উৎপাদনের ধুম। কাঁচা মাছ প্রক্রিয়াজাত থেকে শুরু করে শুঁটকি হওয়া পর্যন্ত এসব মহালে কাজ করেন অসংখ্য শ্রমিক; যারা একান্তই এ কাজ করে পরিবারের জীবিকা পরিচালনা করেন। এই শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে রফতানি হচ্ছে বিদেশেও। এ মহলে নারী-পুরুষ একই শ্রম দিলেও মজুরির ক্ষেত্রে রয়েছে বৈষম্য। এছাড়া শুঁটকি পরিবহনের ক্ষেত্রে পথে পথে পুলিশী হয়রানির অভিযোগ ব্যবসায়ীদের। সাগর তীরবর্তী কক্সবাজারের নাজিরারটেক মোহনা; যেখানে সারিবদ্ধ ট্রলার ভিড়ছে মাছ নিয়ে। শীতে মার্সেলের নতুন মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস অর্থনৈতিক রিপোর্টার ॥ শুরু হয়ে গেছে শীত। শুরু হয়েছে শীতের প্রস্তুতিও। ইলেকট্রনিক্স হোম এ্যাপ্লায়েন্সেস নিয়ে প্রস্তুত দেশীয় ব্র্যান্ড মার্সেল। এবারের শীতে হোম এ্যাপ্লায়েন্সেসের সিংহভাগ চাহিদা পূরণের টার্গেট নিয়েছে মার্সেল। সেই লক্ষ্যে উৎপাদন, মজুদ ব্যবস্থাপনা ও বিপণনে নিয়েছে সময়োপযোগী কর্মপরিকল্পনা। প্রোডাক্ট লাইনে যুক্ত করেছে নতুন নতুন মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস। মার্সেল কর্তৃপক্ষ জানায়, এখন বাজারে রয়েছে মার্সেলের প্রায় ৩০ মডেলের হোম এ্যাপ্লায়েন্সেস। এর মধ্যে আছে ১০ মডেলের রাইস কুকার; ৫ মডেলের ব্লেন্ডার; ৪ মডেলের আয়রন বা ইস্ত্রি; ৩টি করে ইলেকট্রিক কেটলি এবং রুম হিটার; ১টি মডেলের ইন্ডাকশন কুকার ইত্যাদি। মার্সেলের শক্তিশালী আরএন্ডডি (পণ্য উন্নয়ন ও গবেষণা) টিমের প্রকৌশলীরা গ্রাহকদের রুচি, চাহিদা ও ক্রয়ক্ষমতা অনুযায়ী এসব পণ্যের ডিজাইন তৈরি করেছে।
×