ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের কোন বিকল্প নেই

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ নভেম্বর ২০১৭

বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের কোন বিকল্প নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য ইমেজ নির্ভরশীল। আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের শেয়ার করায়ত্ত করার জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের কোন বিকল্প নেই। তিনি বলেন, বিদেশে বাংলাদেশ মিশনগুলোর অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সাম্প্রতিককালে যে অগ্রগতি সাধিত হয়েছে এবং বিশ্বকে বলার মতো আমাদের এ শিল্পের যে তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। মিশনগুলো ঐসব দেশে তুলে ধরতে পারে। তারা বিদেশী ক্রেতাদের আমাদের শিল্পের ইতিবাচক দিকগুলো তুলে ধরে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাতে পারে। মঙ্গলবার সোনারগাঁও হোটেলের বলরুমে চলমান ‘দূত সম্মেলন ২০১৭’ এর দ্বিতীয় দিনে ‘ইন্টার এ্যাকশন উইথ চেম্বার এ্যান্ড বিজনেস কমিউনিটি’ শীর্ষক অধিবেশন এ কথা বলেন তিনি। সিদ্দিকুর রহমান বলেন, উদ্যোক্তা, সরকার, ক্রেতা আর উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় বাংলাদেশের পোশাক শিল্পের নিরাপত্তা মান এখন বিশ্বমানের। বাংলাদেশের ৬৭টি পরিবেশবান্ধব কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদপ্রাপ্ত, এগুলোর মধ্যে ৭টি হচ্ছে বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয়। অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন)।
×