ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় চালককে কুপিয়ে হত্যা ॥ মোটরসাইকেল ছিনতাই

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ নভেম্বর ২০১৭

সাতক্ষীরায় চালককে কুপিয়ে হত্যা ॥ মোটরসাইকেল ছিনতাই

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় ইমান আলি (৫৫) নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে সদর উপজেলার আলিপুর নাথপাড়ার বড়পুকুর ধারে এ ঘটনা ঘটে। নিহত ইমান আলি আলিপুর গ্রামের মৃত ঝিনু সরদারের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ইমান আলি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া করে নিয়ে যায়। পরে আলিপুর নাথপাড়ার বড়পুকুর ধারে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহত ইমান আলির মাথায় ও শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপানোর চিহ্ন রয়েছে। চট্টগ্রামে অটোরিক্সা চালক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীতে গ্যাসের চুলায় কার আগে কে রান্না করবে এ নিয়ে বিবাদে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় একটি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন (৪০) একজন সিএনজি অটোরিক্সাচালক। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। জানা যায়, কুমিল্লার মুরাদনগর এলাকার ফরিদের পুত্রের সঙ্গে কলোনির অন্য ভাড়াটিয়াদের ঝগড়া হয় গ্যাসের চুলায় নিয়ে। ওই কলোনিতে সেমিপাকা অনেক ঘর থাকলেও সকলের জন্য বাইরে ছিল কমন গ্যাসের চুলা। সেখানে কে কার আগে রান্না করবে এ নিয়ে বিবাদ হয় মঙ্গলবার সকাল ৮টার দিকে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন জামাল উদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ মোঃ আলমগীর (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে। গাইবান্ধায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের তিস্তা নদের নয়নসুখ ক্যানেলের অদূরে ধান ক্ষেত থেকে সোমবার রাতে রুম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী সুমন মিয়া পলাতক রয়েছে। রুম্পা খাতুন ওই ইউনিয়নের খুলপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিনও ঝগড়া হয়। রবিবার বিকেলে সুমন মিয়া ডাক্তার দেখানোর কথা বলে রুম্পাকে রংপুরে নিয়ে যায়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরে সোমবার রাতে স্থানীয় লোকজন তিস্তার পাশের একটি মরা নদীতে রুম্পার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানা পুলিশ জানায়। লাশে ক্ষতবিক্ষতের চিহ্ন রয়েছে। এদিকে রুম্পার স্বামী সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঝিনাইদহে এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কোটচাঁদপুর আখ সেন্টার পাড়ায় রেললাইনের পাশ থেকে শফি উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কোটচাঁদপুর গাবতলাপাড়ার মনিরুদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার সকালে আখসেন্টার পাড়ার রেললাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশুলিয়ায় নারী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, আশুলিয়া থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন শিমুলিয়ার ঋষিপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন সকালে ভরারী মুকুটপাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে গৃহবধূ অমিতা মন্ডলের (২৫) আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে নিহত ওই গৃহবধূর স্বামী স্বপন মন্ডল পলাতক রয়েছে। ফতুল্লায় নারী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সদর উপজেলার ফতুল্লার ভুঁইগড় এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ভুঁইগড় শিকদার ফিলিং স্টেশনের পেছনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ভুঁইগড় শিকদার ফিলিং স্টেশনের পেছনের রাস্তায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
×