ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ নভেম্বর ২০১৭

টু  ক রো  খ  ব  র

চাঁপাইয়ে অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রাম থেকে সোমবার রাতে ৯ পিস্তুল, ২ ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি মঙ্গলবার সকালে জানান, সোমবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আব্দুল মান্নান (৬৫) ও তার ছেলে সাদিকুল ইসলাম পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও মেম্বার জিয়াউর রহমানের উপস্থিতিতে বাড়ির ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় মান্নানের ঘরের খাটের নিচ থেকে ৪ পিস্তল, ড্রামের চাউলের কুড়ার ভেতর থেকে ১ পিস্তুল, ১০ রাউন্ড গুলি ও ২ ম্যাগাজিন এবং হাঁসের খোয়ারের ভেতর থেকে ৪ পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নারীসহ পাঁচ দুর্বৃত্ত আটক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শাহজাহান মহাজন নামে এক বৃদ্ধকে আটকে রেখে মুক্তিপণ দাবি করায় ওই চক্রের ৫ সদস্যকে সোমবার রাতে আটক করছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বৃদ্ধ শাহজাহানকে। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গন্ধুলিয়া গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলো সদর উপজেলার ম-লগাতি এলাকার রবিউল ইসলাম (২৩), চাঁচড়া চেকপোস্ট এলাকার আনিসুর রহমান (২২), চাঁচড়া মধ্যপাড়ার মিলন হোসেন (২৩), চাঁচড়া মাঠপাড়ার হাফিজুর রহমান এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাধবপুর গ্রামের গৌতম বসুর স্ত্রী গৌরী বসু। স্কুলের ল্যাপটপ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৮ নবেম্বর ॥ কাশিয়ানীতে রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হারিয়ে যাওয়া ১৬ ল্যাপটপের ১৩টি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের অধ্যক্ষ সরোজ কান্তি বাইনের বাড়িতে রান্নাঘর-সংলগ্ন জ্বালানি-কাঠ রাখার একটি টং-ঘর থেকে বস্তাবন্দী অবস্থায় পুলিশ ল্যাপটপগুলো উদ্ধার করে। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই জানান, সকালে সরোজ কান্তি বাইনের কাছ থেকেই খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং দুটি বস্তায় বন্দী ডেল ব্র্যান্ডের মোট ১৩ ল্যাপটপ উদ্ধার করেন। তিনি আরও জানান, বিদ্যালয়ের ১৬টি ল্যাপটপ হারিয়ে যাওয়ার পর গত ২২ অক্টোবর ওই বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক নিতাই বিশ্বাস এ বিষয়ে একটি চুরির মামলা দায়ের করেছিলেন। রবিবার সকালে অধ্যক্ষ সরোজ কান্তি বাইনের স্ত্রী রান্না করতে গিয়ে জ্বালানির কাঠ আনতে ওই টং-ঘরে গেলে তিনি বস্তাবন্দী এসব ল্যাপটপ দেখতে পান। চুয়াডাঙ্গায় বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৮ নবেম্বর ॥ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিকৃত ও কটূক্তি করায় চুয়াডাঙ্গায় যুবলীগ বিক্ষোভ মিছিল শেষে অবরোধ কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত স্থানীয় শহীদ হাসান চত্বরে এ অবরোধ কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য দেন পৌর মেয়র ও যুবলীগ নেতা ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ হোসেন প্রমুখ। বক্তারা কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক এমপি শামসুজ্জামান দুদু ৭ মার্চের ভাষণকে বিকৃত করে বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা জানান। একই সঙ্গে দুদুকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। কলেজছাত্রীকে মারধর নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ নবেম্বর ॥ মোটরসাইকেলের সামনে ও পিছে লেখা ‘পুলিশ’। তাও আবার সেটি রেজিস্ট্রেশনবিহীন। এ কারণে এলাকায় দাপটের সঙ্গে বিভিন্ন অপকর্ম করে বেড়ালেও কেউ তার বিরুদ্ধে কোন কিছু বলতে সাহস পেত না। সম্প্রতি সে এলাকার এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে বেধড়ক মারধর করে। এ ঘটনায় সোমবার রাতে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে তাকে গ্রেফতার করতে পারেনি। ওই বখাটের নাম মাহাবুব। সে সাভারের দেওগাঁ পশ্চিমপাড়ার (রোড নং-১৩, বাসা নং- ৬২) মতি মিয়ার পুত্র। হেলদি বাংলাদেশ গড়তে সভা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ হেলদি বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় নাগরিক পদযাত্রা ও মতবিনিময সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, পরিচ্ছন্নতা ও শারীরিক সক্ষমতা নিশ্চিতকরণ এই কর্মসূচীর প্রধান লক্ষ্য। সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির সভপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও হেলদি বাংলাদেশের আহবায়ক ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন প্রমুখ। গণপরিবহন চালুর দাবি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ নবেম্বর ॥ মঙ্গলবার সকালে গোলাকান্দাইল-কুড়িল বিশ্বরোডে চলাচলরত ফিটনেসবিহীন ট্যাক্সি, সিএনজি ও লেগুনা চালকরা লাঠিসোটা নিয়ে গোলাকান্দাইল, চাঁন টেক্সটাইল ও হাবিবনগড় ৩’শ ফুট রাস্তায় অবস্থান নিয়ে বিআরটিসি বাস সার্ভিস চলাচল বন্ধ করে দেয়। এলাকাবাসী জানান, গোলাকান্দাইল থেকে কুড়িল বিশ^রোড সড়কে গণপরিবহন চালুর দাবিতে শনিবার দুপুরে কাঞ্চন সেতু এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করে সে¦চ্ছাসেবী সংগঠন আমরা কাঞ্চন পৌরবাসী সংগঠন, তারুণ্যের বিজ্ঞান , রূপগঞ্জ গ্র্যাজুয়েট এ্যাসোশিয়েশন, পূর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশন, কালাদি লিজেন্ড ক্লাব, ব্যাচ ৯৯, পূর্বাচল জিকে একাডেমি, , সলিমদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক নারী-পুুরুষ। মানববন্ধনে তাদের অভিযোগ ছিল, গোলাকান্দাইল থেকে কুড়িল বিশ^রোড পর্যন্ত দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। রাজধানীতে প্রবেশে সব চেয়ে সহজ পথ হিসেবে এ পথটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যাত্রীদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। স্মার্টকার্ড বিতরণ শুরু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিটি কর্পোরেশনের সাধারণ ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় থেকে এ পরিচয়পত্র বিতরণ শুরু হয়। পাইনাদীর পূর্বাংশের হিরাঝিল এলাকার ভোটারদের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই বিদ্যালয়ে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসিকের ১নং ওয়ার্ডের ভোটারদের মাঝে এই স্মার্ট জাতীয় পচিয়পত্র পর্যায়ক্রমে বিতরণ করা হবে। মঙ্গলবার বিকেল পর্যন্ত দেড় হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রশিদ মিয়া।
×