ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে ২০ দিনেও উদ্ধার হয়নি ছাত্রী

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ নভেম্বর ২০১৭

পঞ্চগড়ে ২০ দিনেও উদ্ধার হয়নি ছাত্রী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে অপরহরণের ২০ দিনেও উদ্ধার হয়নি শারমিন আকতার নামে এক স্কুলছাত্রী। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবার দায়ের করা মামলায় অপহরণকারীর বড় ভাই জেলহাজতে রয়েছে। জানা যায়, জেলার আটোয়ারী উপজেলার সাহীরুল ইসলামের নবম শেণীতে পড়ুয়া মেয়ে শারমিন আক্তারকে (১৪) গত ৯ নবেম্বর সন্ধ্যা ৬টার সময় পঞ্চগড় সদর উপজেলার গাঞ্জাবাড়ি এলাকায় তার নানার বাড়ির সমানে থেকে জোরপূর্বক তুলে নিয় যায় আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকার সলিম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় গত ১৩ নবেম্বর পঞ্চগড় সদর থানায় সাদ্দামসহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন শারমিনের বাবা সাহীরুল ইসলাম। কিন্তু অপহরণের ২০ দিনেও পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৮ নবেম্বর ॥ জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হচ্ছেÑ চানপুর গ্রামের আক্কাছ মিয়ার শিশুকন্যা সোনিয়া আক্তার (৩) ও সাচ্চু মিয়ার শিশুপুত্র তোফায়েল (২)। তারা পরস্পরের চাচাত ভাই বোন। আমতলীতে শিশু নিজস্ব সংবাদদাতা আমতলী বরগুনা থেকে জানান, উপজেলার উত্তর রাওঘা গ্রামের মজিবুর রহমান মৃধার তিন বছরের শিশু পুত্রের মঙ্গলবার সকালে পুকুরে পরে মৃত্যু হয়েছে। রাঙ্গামাটিতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা রাঙ্গামাটি থেকে জানান, রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের মসজিদ মার্কেটের পুস্তক ব্যবসায়ী ইয়াছিন (৩৫) মঙ্গলবার সকালে কাপ্তাই লেকে গোসল করতে নেমে লেকের পানিতে তলিয়ে যায়।
×