ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাউথইস্ট ভার্সিটিতে চাকরির মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৪০, ২৯ নভেম্বর ২০১৭

সাউথইস্ট ভার্সিটিতে চাকরির মেলা অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো চাকরিডটকম যৌথভাবে ২৫-২৬ নবেম্বর দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে চাকরিমেলার আয়োজন করে। বাংলাদেশের খ্যাতনামা ও শীর্ষস্থানীয় ৬২টি চাকরিদাতা সংস্থা উক্ত মেলায় অংশগ্রহণ করে। চাকরিমেলার উদ্বোধনী অনুষ্ঠান ২৫ নবেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান রেজাউল করিম। বিকেল সাড়ে তিনটায় ‘ইমপ্যাক্ট অব সফ্ট স্কিলস অন ক্যারিয়ার সাকসেস: ইমপ্লয়ার্স পারস্পেকটিভস’-এ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপ-এর চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড)-এর সভাপতি কাজী এম. আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএইচআরএম-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইসিডিডিআর’বি-এর মানবসম্পদ বিভাগের প্রধান মোশাররফ হোসেন। ২৬ নবেম্বর বেলা ১১টায় ‘গ্লোবাল ট্রানজিশন ইন ক্যারিয়ার স্কিলস: ইমপ্লয়ার্স এক্সপেক্টেশনস ফ্রম ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস’-এর উপর আরও একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত প্রতিনিধি সদস্য কামালউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গ্রামীণ ফোন লিমিটেড-এর মানবসম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা কাজী মোহাম্মাদ শাহেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তাবারক হোসেন ভূঁইয়া। উভয় সেমিনারে সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন।-বিজ্ঞপ্তি
×