ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলে মরিয়া ইয়াবা সিন্ডিকেট

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ নভেম্বর ২০১৭

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলে মরিয়া ইয়াবা সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চার ইয়াবা গডফাদারের সন্ত্রাসী কর্মকা-ে অতিষ্ঠ হয়ে উঠেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টেকনাফের লেদায় ইবনে আব্বাস (রাঃ) আল ইসলামিয়া মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা করছে তারা। ইয়াবার গডফাদার ও ভূমিদস্যু সন্ত্রাসীদের হাতে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে ওই মাদ্রাসার পরিচালনা কমিটিও। ভূমিদস্যু সন্ত্রাসী ও ইয়াবা গডফাদার হ্নীলা লেদাপাড়ার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলম, মুফিজ আলম ও ফরিদ আলম আদালতের নির্দেশ উপেক্ষা করে সন্ত্রাসী বাহিনী দিয়ে মাদ্রাসার জমি জবর দখলে নিতে বেপরোয়া হয়ে উঠেছে। জানা যায়, মাদ্রাসার নামে ক্রয়কৃত জমিতে কয়েক লক্ষ টাকা খরচ করে নুরানী ভবন নির্মাণ, পুকুর খনন, মাটি ভরাট, কলাবাগান সৃজন করার পর চিহ্নিত ও তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতাদের কুনজর পড়ে ওই জমির ওপর। কোন দলিলপত্র ছাড়াই অঢেল টাকা ও গায়ের জোরে মাদ্রাসার জমি জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে তারা। ওই সিন্ডিকেট সদস্যদের মরন নেশা ইয়াবা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোপূর্বে আইনশৃঙ্খলার বাহিনীর কাছে মন্ত্রণালয়ের নথি এসে পৌঁছেছে। তারপরও ইয়াবার কালো টাকার প্রভাবে তারা এলাকার নিরীহ লোকজনদের জিম্মি করে ভূমিদস্যুতা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। জানা যায়, মাদ্রাসার নামে ক্রয়কৃত জমি নিয়ে স্থানীয় ইয়াবা গডফাদার জাহাঙ্গীর নিজেই আদালতে মামলা করলে বিচারক মাদ্রাসার পক্ষে রায় দেন। এ নিয়ে বর্তমানেও আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালতে মামলা বিচারাধীন এবং পুলিশের নিষেধ থাকা সত্ত্বেও ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর সাঙ্গোপাঙ্গ নিয়ে মাদ্রাসাসহ পার্শ¦বর্তী কয়েকজনের জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইয়াবা গডফাদার ও সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশকে খবর দেয়ায় তালিকাভুক্ত ইয়াবা গডফাদার জাহাঙ্গীর মোবাইল ফোনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী শাকের আহমদকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
×