ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীর্ষেই আছেন স্মিথ

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ নভেম্বর ২০১৭

শীর্ষেই আছেন স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন স্টিভেন স্মিথ। ঘরের মাঠে মর্যাদার এ্যাশেজে প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সের পর শীর্ষস্থান আরও মজুবত করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ব্রিসবেন ও নাগপুর টেস্টের (ভারত-শ্রীলঙ্কা) পর মঙ্গলবার র‌্যাঙ্কিং হালনাগাদ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ব্রিসবেনে প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ১৪১ রানের দারুণ ধৈর্যশীল এক ইনিংস উপহার দেন স্মিথ। সেটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৫৭ টেস্টের ক্যারিয়ারে এটি তার ২১তম টেস্ট সেঞ্চুরি। ওই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ঘরের মাঠে প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্মেন্সের মধ্য দিয়ে ৫ পয়েন্টের উন্নতিতে স্মিথের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯৪১-এ। টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্টের ইতিহাসে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন স্মিথ। ৯৬১ রেটিং পয়েন্ট নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান। এ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে ভাল পারফর্মেন্স করতে পারলে লেন হাটন (৯৪৫), জ্যাক হবসদের (৯৪২) ছাড়িয়ে যেতে পারবেন স্মিথ। এদিকে নাগপুর টেস্টে দুর্দান্ত পারফর্মেন্সে র‌্যাঙ্কিয়ে দ্বিতীয় অবস্থানে ফিরেছেন ভারতীয় ব্যাটসম্যান চেতশ্বর পুজারা। শ্রীলঙ্কার বিপক্ষে ওই টেস্টে ইনিংস ও ২৩৯ রানের জয়ে ১৪৩ রানের চমৎকার ইনিংস খেলেন পুজারা। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টে দারুণ খেলে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছিলেন পুজারা। নাগপুর টেস্টে দুর্দান্ত পারফর্মেন্সে ২২ পয়েন্ট উন্নতি হয়েছে পুজারার। ফলে ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে চার থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্টাইলিশ এই ব্যাটসম্যান। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছেন তিনি। নাগপুর টেস্টে ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে রেটিং পয়েন্টে বড় ধরনের উন্নতি হয়েছে কোহলির। আগের ৮১৭ থেকে বর্তমানে ভারতীয় অধিনায়কের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭৭- এ। র‌্যাঙ্কিংয়ে পাঁচে আছেন তিনি।
×