ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারী গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ইটাখোলা

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ নভেম্বর ২০১৭

নীলফামারী গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ইটাখোলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে খোকনদা স্মৃতি ৩য় আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইটাখোলা ইউনিয়ন ফুটবল। মঙ্গলবার বিকেলে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইটাখোলা ২-০ গোলে গোড়গ্রাম ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দুটি দলেই নাইজিরিয়া ও জাতীয় দলের তারকা ফুটবলার অংশ নেয়। খেলা শুরুর দুই মিনিটে ইটাখোলা দলের এ্যামেকা ও খেলার ৫০ মিনিটে দীপক একটি করে গোল করে। স্টেডিয়ামে প্রায় ৬০ হাজার দর্শক এ খেলা উপভোগ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এ সময় উপস্থিত ছিলেন কলকাতা হতে আগত প্রয়াত খোকনদার ভাতিজা নিশিত কুমার ব্যানার্জী, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোঃ আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক এবং এই খেলার সার্বিক সহযোগিতায় উত্তরা ইপিজেড এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেডের নির্বাহী পরিচালক দেওয়ান জাকির হুসাইন। পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় মাঠে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর আঁতশবাজি। উল্লেখ্য, ১ নবেম্বর হতে জেলা সদরের ১৫টি ইউনিয়নকে নিয়ে এই খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। প্রকাশ, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত যুব সমাজ গঠনে মেতে উঠি ফুটবল উৎসবে এই স্লোগানে খোকনদার নামে এই ফুটবল টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ২০১৪ সালের ৭ নবেম্বর প্রথম দফায় নীলফামারী বড় মাঠে খোকনদা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। যা প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে।
×