ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস

প্রকাশিত: ০৫:৩২, ২৯ নভেম্বর ২০১৭

ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ খেলাধুলার সুদূরপ্রসারী ভূমিকার কথা ভেবে ঢাকা ক্লাব চতুর্থবারের মতো আয়োজন করছে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ ন্যাশনাল টেনিস টুর্নামেন্ট। আগামী বুধবার টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ২ ডিসেম্বর। নকআউট পদ্ধতিতে ঢাকা ক্লাব টেনিস কোর্ট ও জাতীয় টেনিস কোর্টে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেজন্য ৬৪ জেলার জেলা প্রশাসক/সভাপতি ডিএসএস/ক্লাব বরাবর আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছিল। সবমিলিয়ে ২৪টি টেনিস ক্লাব থেকে ১৬৫ জন টেনিস খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল/ক্লাবকে ট্রফি ছাড়াও ৫০ হাজার টাকা নগদ এবং রানার্সআপকে ট্রফিসহ ৩৫ হাজার টাকা প্রদান করা হবে। টুর্নামেন্টের পরিচালনায় থাকছেন ঢাকা ক্লাব কর্তৃপক্ষ ও সদস্যবৃন্দ। বুধবার দুপুরে ক্লাবের টেনিস প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন ঢাকা ক্লাবের সভাপতি সৈয়দ শাহেদ রেজা।
×