ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জার্মানির খেলা পছন্দ না আর্জেন্টিনা কোচের

প্রকাশিত: ০৫:৩২, ২৯ নভেম্বর ২০১৭

জার্মানির খেলা পছন্দ না আর্জেন্টিনা কোচের

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গত কয়েক যুগ ধরেই বিশ্ব ফুটবল শাসন করছে তারা। সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের পাওয়ার হাউসরা। এরপরও জার্মানির খেলা নাকি পছন্দ না আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলির। এক সাক্ষাতকারে সাম্পাওলি বলেন, আমার দৃষ্টিতে ব্রাজিল ও ফ্রান্স আমাদের তুলনায় একধাপ এগিয়ে আছে। কারণ তারা একতাবদ্ধ হয়ে কাজ করছে। আমি অবশ্য জার্মানির প্রসঙ্গ এক্ষেত্রে আনতে চাই না। কারণ তাদের খেলার ধরন আমার পছন্দ নয়। এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই সাম্পাওলি জুভেন্টাস তারকা গঞ্জালো হিগুয়াইনকে দলে পাননি। কারণ তিনি অসুস্থ ছিলেন। তবে জাতীয় দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনার বস। বোকা জুনিয়র্সের স্ট্রাইকার ড্যারিও বেনেডেট্টোর প্রতিও সমবেদনা জানিয়েছেন। এ প্রসঙ্গে সাম্পাওলি বলেন, স্বল্প সময়ের মধ্যে হিগুয়াইনের বিষয়টি একটু জটিলতার মধ্যে আছে। মাঝারি সময়ের পর আমার মনে হয় তিনি হয়ে উঠতে পারেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেনেডেট্টোর বিষয়ে আর্জেন্টাইন কোচ বলেন, আমি তার সঙ্গে কথা বলেছি। এখন তার প্রধান লক্ষ্য হচ্ছে দলে ফিরে আসা। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমান অবস্থায় তিনি অন্য আক্রমণভাগের খেলোয়াড়দের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
×