ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাশেজ সিরিজ, ব্রিসবেনে বড় হারের পর শৃঙ্খলার শিকলে বন্দী হচ্ছেন ইংলিশরা

বেয়ারস্টোদের কৌশলী হওয়ার পরামর্শ স্ট্রসের

প্রকাশিত: ০৫:৩০, ২৯ নভেম্বর ২০১৭

বেয়ারস্টোদের কৌশলী হওয়ার পরামর্শ স্ট্রসের

স্পোর্টস রিপোর্টার ॥ সময় খারাপ গেলে এমনই হয়। ব্রিসবেনে এ্যাশেজের প্রথম টেস্টে বড় হারের পর এখন ইংল্যান্ডের অনেক কিছু নিয়েই কথা হচ্ছে। সপ্তাহ তিনেক আগে স্থানীয় এক রেস্টুরেন্টে অনেকটা মজা করে তরুণ অস্ট্রেলীয় ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে ‘ঢুস’ মেরেছিলেন অতিথি তারকা জনি বেয়ারস্টো। প্রথম টেস্টেই লজ্জার হারের পর সেটিই এখন নেতিবাচকভাবে আলোচনায় উঠে এসেছে। পরিস্থিতি যে স্বাভাবিক নয় ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালক এ্যান্ড্রু স্ট্রসের সিদ্ধান্তেই তা পরিষ্কার। সফরে এখন আর রাতের বেলা নিজেদের হোটেল থেকে বেরোতে পারবেন না বেয়ারস্টো, জো রুট, জেমস এ্যান্ডারসনরা। অন্যদিকে তারকা অলরাউন্ডার বেন স্টোকস সহসা দলের সঙ্গে যোগ দিচ্ছেন বলে যে খবর বেরিয়েছে, সেটি নাকচ করে দিয়েছে ইসিবি। কৌশলী স্ট্রসের বক্তব্য, ‘ইংলিশ দলের এই ক্রিকেটাররা কেউ গু-া বা মাস্তান নয়। বরং সকলেই সৎ ও পরিশ্রমী। ইংল্যান্ডের হয়ে খেলতে এদের ত্যাগের শেষ নেই। জীবনের সুখ-আনন্দ-উচ্ছলতার অনেক কিছুই বিসর্জন দিয়েছে তারা। আমরা দলের প্রকৃত চিত্রটাই সকলের সামনে তুলে ধরতে চাই। আমার মনে হয়, খেলোয়াড়দের মধ্যে সারল্যের ব্যাপারটা প্রবল। যে কারণে মাঝে মধ্যে এমন অনাকাক্সিক্ষত কিছু ঘটে যায়। তবে এ্যাশেজে গুরুত্বপূর্ণ ম্যাচগুণো সামনে রেখে নিয়ম শৃঙ্খলায় কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তারচেয়ে বড় কথা ওদের আরও চালাক হতে হবে!’ পার্থের এক পানশালায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে অনেকটা মজা করে ‘ঢুস’ মেরেছিলেন বেয়ারস্টো। আর ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজ চলাকালে পানশালার বাইরে মারামারি বাধিয়ে সাময়িক নিষিদ্ধ সহ-অধিনায়ক স্টোকস। ব্রিসেবেনে ইংল্যান্ড প্রথম টেস্ট হারের পর স্টোকসকে এ্যাশেজে অন্তর্ভুক্তি নিয়ে গুঞ্জন ওঠে। দলকে বাঁচাতে নাকি বিমান ধরছেন তিনি। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিমানে চড়ার বিষয়ে ইসিবি জানিয়েছে, অ্যাশেজ খেলতে নয়, নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতেই সফর করছেন স্টোকস। বিমানবন্দরে স্টোকসের একটি ছবি টুইটারে পোস্ট হওয়ার পরই গুঞ্জন উঠতে থাকে। ইসিবি অবকাশের কথা জানালেও বোর্ড সূত্র জানাচ্ছে, নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতেই সেখানে যাচ্ছেন তিনি। আর এ নিয়ে একটি এনওসি (অনাপত্তি পত্র) নিয়ে গেছেন। কেন্টারবুরির হয়ে দেখা যেতে পারে বেন স্টোকসকে! সেখানে কিছু ম্যাচ খেলার পর স্টোকস এ্যাশেজে ফিরতে পারেন বলে মনে করছেন অনেকেই। সবকিছুই নির্ভর করবে ব্রিস্টলের সেই ঘটনায় ইংল্যান্ড পুলিশের দেয়া তদন্ত রিপোর্টের ওপর।
×