ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবসর ভেঙ্গে ইতালি দলে ফেরার আভাস গোলরক্ষক বুফনের

প্রকাশিত: ০৫:২৯, ২৯ নভেম্বর ২০১৭

অবসর ভেঙ্গে ইতালি দলে ফেরার আভাস গোলরক্ষক বুফনের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের মূলপর্বে পরপর পাঁচবার ( ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) খেলে রেকর্ডে ভাগ বসান মেক্সিকোর এ্যান্টোনিও কারবাহাল (১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬) এবং জার্মানির লোথার ম্যাথিউসের (১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮) সঙ্গে। বিশ্বকাপের ইতিহাসে টানা ছয়টি আসরে খেলা একমাত্র ফুটবলার হওয়ার হাতছানি ছিল। ঘোষণাও দিয়ে রেখেছিলেন ২০১৮ বিশ্বকাপ খেলেই অবসর নিবেন। কিন্তু মানুষের সব চাওয়া তো আর পূরণ হয় না। ইতালির ইতিহাসের তো বটেই বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি জিয়ানলুইজি বুফনের শেষ ইচ্ছেটাও তাই পূরণ হচ্ছে না। টানা ছয়টি বিশ্বকাপে খেলার স্বপ্ন তার পূরণ হচ্ছে না। কারণ বুফনের দেশ ইতালি বিশ্বকাপের মূলপর্বের আগেই বাদ পড়েছে। এ কারণে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে গত ১৩ নবেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন ৩৯ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক। তবে অবসর নেয়ার দুই সপ্তাহ পরই নাটকীয়তার আভাস পাওয়া যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, অবসর ভেঙ্গে ফের ইতালি জাতীয় দলে ফিরতে পারেন বুফন। সোমবার মিলানে গ্রান্ডগালা অনুষ্ঠানে এই ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি গোলরক্ষক। গালা অনুষ্ঠানে দেয়া হয় ২০১৬-১৭ মৌসুমের ইতালিয়ান সিরি’এ লীগে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের পুরস্কার। এ মৌসুমে সিরি’এ লীগের সেরা খেলোয়াড়ের এ্যাওয়ার্ড জিতেছেন বুফন। শুধু তাই নয় ইতালির বর্ষসেরা গোলরক্ষকও নির্বাচিত হয়েছেন। বর্ষসেরার এ্যাওয়ার্ড নেয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুফন বলেন, আমি জাতীয় দল থেকে বিরতি নিয়েছি। জুভেন্টাস ও ইতালি দু’দলের জন্যই আমি নিজেকে সৈনিক মনে করি। এমনকি আমার বয়স ৬০ হয়ে গেলেও তারা আমাকে ডাকলে আমি সেই আহ্বান ফিরিয়ে দেব না। কেননা, আমার হৃদয়ে সবসময় দেশের প্রতি ভালবাসা কাজ করে। সেরা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বুফন বলেন, আমি আনন্দিত ও গর্বিত। এমন পুরস্কার জিতব, সত্যিই কখনও ভাবিনি। বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির লজ্জাজনক বিদায়ের পর কোচ জিয়ান পিয়েরো ভেনটুরাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার জন্য সাবেক কোচকে দায়ী করেন না বুফন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভেনটুরা তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সুইডেনের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে কোন গোল করতে পারিনি। বর্ণিল ফুটবল ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন বুফন। ২০০৬ সালে স্বপ্নের বিশ্বকাপও জিতেছেন। কিন্তু ২০ বছরের ক্যারিয়ারের শেষটা বুফনকে করতে হয়েছে চোখের জলে। গত ২০ বছরে ইতালির জার্সি গায়ে বুফন খেলেছেন ১৭৫টি ম্যাচ। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের শিরোপা উঠেছিল বুফনের হাত ধরেই। কিন্তু এবার বিশ্বকাপের টিকেটই কাটতে ব্যর্থ হয়েছে তারা। বয়সভিত্তিক পর্যায়ে থেকেই ইতালিকে নেতৃত্ব দিয়েছেন বুফন। জাতীয় দলের হয়ে ১৭৫টি ম্যাচ খেলেছেন, অধিনায়কত্ব করছেন ২০১১ সাল থেকে। ২০০৬ সালে বিশ্বকাপ জিতেছেন, ২০১২ ইউরোতে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন। ইতালির হয়ে রেকর্ড সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ, দুটি কনফেডারেশন্স কাপ ও চারটি ইউরো কাপ খেলার রেকর্ড আছে বুফনের। মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে খেলার গৌরব বুফনের নামের পাশে। ইতালি যদি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে পারতো তবে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার রেকর্ড গড়তে পারতেন জুভেন্টাস গোলরক্ষক।
×