ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বরূপে ফিরতে পারবেন আজারেঙ্কা?

প্রকাশিত: ০৫:২৩, ২৯ নভেম্বর ২০১৭

স্বরূপে ফিরতে পারবেন আজারেঙ্কা?

বিশ্ব টেনিসে অভিজ্ঞ তারকার নাম আজারেঙ্কা। বয়সে আটাশকেও ছাড়িয়ে গেছেন তিনি। ২০১২-১৩ মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন বেলারুশ সুন্দরী। কিন্তু দুর্ভাগ্য তার। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। সন্তান সম্ভবা হওয়ার কারণে গত বছর থেকেই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েন আজারেঙ্কা। এ বছর কোর্টে ফিরেছেন ঠিকই। কিন্তু খেলেছেন মাত্র ছয়টি ম্যাচ। সন্তান নিয়ে পারিবারিক ঝামেলার কারণে খুবই বাজে সময় কাটছে তার। এমনকি সদ্য সমাপ্ত ফেড কাপেও খেলতে পারেননি তিনি। তারপরও কোর্টে ফিরতে মরিয়া বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নম্বর ওয়ান তারকা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে অকল্যান্ড ক্ল্যাসিক টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতায় ফেরার কথা তার। তবে দুইবারের গ্র্যান্ডস্লামজয়ী এই টেনিস তারকা পারবেন কী স্বরূপে ফিরতে? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। ১৯৮৯ সালে জন্ম। ২০০৩ সালে ইসরাইলে অনুষ্ঠিত আইটিএফ জুনিয়র ট্যুরে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় আজারেঙ্কার। পরের বছর উইম্বলডনে বালিকা বিভাগের প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছলেও আনা ইভানোভিচের কাছে পরাজিত হয়ে বিদায় নেন তিনি। ম্যাক্স মির্নিকে সঙ্গে নিয়ে ২০০৭ সালের ইউএস ওপেনের মিশ্র দ্বৈতে শিরোপা লাভ করেন আজারেঙ্কা। পরের বছর বব ব্রায়ানকে সঙ্গী করে ফ্রেঞ্চ ওপেনের মিশ্র দ্বৈতেও সফলতা লাভ করেন তিনি। এরপর ২০১১ সালে লেখাপড়ার কারণে টেনিস ছেড়ে দেবার ঘোষণা দেন এই তারকা। তবে পরিবারের অনুপ্রেরণায় আবারও কোর্টে ফেরেন তিনি। আর ফিরেই চমকে দেন গোটা টেনিস দুনিয়াকে। প্রথম বেলারুশীয় হিসেবে পরপর দুবার অস্ট্রেলিয়ান ওপেনের এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেই সময়টাই ছিল তার ক্যারিয়ারের স্বর্ণালি সময়। কিন্তু সেই সময়টা বেশি দিন ধরে রাখতে পারেননি বেলারুশিয়ান। এরপর থেকেই ইনজুরিতে পড়েন আজারেঙ্কা। ইনজুরির সঙ্গে লড়াই করা সাবেক এই নম্বর ওয়ান খেলোয়াড় আবারও স্বরূপে ফেরার ইঙ্গিত দেন। গত বছরে তিনটি ডব্লিউটিএ শিরোপা নিজের করে নেন তিনি। ব্রিসবেন, ইন্ডিয়ান ওয়েলসের পর মিয়ামি ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেইসঙ্গে হারানো সময়গুলোকে যেন আবারও উজ্জীবিত করে তুলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নম্বর ওয়ান। ইতিহাসের তৃতীয় প্রমীলা খেলোয়াড় হিসেবে একই বছরে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন জয়ের রেকর্ড গড়েন আজারেঙ্কা। অসাধারণ এই কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত বেলারুশ তারকা। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে তিন কিংবা তারও বেশিবার মিয়ামি ওপেনের শিরোপা জয়ের রেকর্ড গড়েন বেলারুশ সুন্দরী। এর আগে তিন কিংবা তারও বেশিবার মিয়ামির চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়রা হলেন, আমেরিকার ভেনাস উইলিয়ামস ও তার ছোট বোন সেরেনা উইলিয়ামস এবং জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ। এই টুর্নামেন্টে সর্বোচ্চ আটবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আমেরিকান কিংবদন্তি সেরেনার। তারপর পাঁচবার জিতেছেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ। এছাড়া তিনবার জিতে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন ভেনাস। তাদের এই তালিকায় সর্বশেষ যোগ দেয়া তারকার নাম ভিক্টোরিয়া আজারেঙ্কা। ২০০৯ সালে নিজের প্রথম এবং ২০১১ সালে দ্বিতীয়বারের মতো মিয়ামি ওপেনের শিরোপ জিতেছিলেন আজারেঙ্কা। ক্যালিফোর্নিয়ার এই টুর্নামেন্টে শুরু থেকেই ফেবারিট ছিলেন তিনি। কেননা ব্রিসবেন ও ইন্ডিয়ান ওয়েলস জিতেই যে এখানে আসেন ছয় ফুট উচ্চতার এই টেনিস তারকা। যে কারণে দুইবারের গ্র্যান্ডসমজয়ী কুজনেতসোভাকে হারাতেও খুব ঘাম ঝড়াতে হয়নি তার। রাশিয়ান তারকাকে হারিয়ে বছরের তৃতীয় এবং ক্যারিয়ারের ২০তম শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, সেটাই ছিল তার ক্যারিয়ারের শেষ শিরোপা! মিয়ামিতে চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছিল আজারেঙ্কার। অষ্টম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছিলেন তিনি। ২০১৪ সালের মার্চের পর সেবারই প্রথম বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নেন বেলারুশ তারকা। আজারেঙ্কার বর্তমান অবস্থান জানেন? শীর্ষ ২০০ জনের মধ্যেও নেই তার স্থান। সাবেক নম্বর ওয়ান এই তারকাই এখন র‌্যাঙ্কিংয়ের ২০৫ নম্বরে! কারণটাও খুব সুস্পষ্ট। গত বছরের শেষের দিকে যে, পুত্র সন্তানের মা হন বেলারুশ সুন্দরী। জীবনে টেনিস কোর্টে অনেক লড়াই করে জয়ের উচ্ছ্বাসে ভেসেছেন তিনি। পুত্র সন্তান লাভের আনন্দ তার সব জয়কেই ছাপিয়ে যায়। তবে সেই আনন্দ অবশ্য বেশি দিন ধরে রাখতে পারেননি তিনি। সন্তান নিয়ে পারিবারিক ঝামেলার মধ্যে জড়িয়ে পরেন তারা। সন্তানের দায়িত্ব কে পাবে তা নিয়ে সাবেক প্রেমিকের সঙ্গে চলমান মামলার কারণে এবারের ফেড কাপের ফাইনাল ম্যাচেও বেলারুশের প্রতিনিধিত্ব করতে পারেননি ভিক্টোরিয়া আজারেঙ্কা। কেননা, টুর্নামেন্টে অংশ নিতে হলে, টেনিস তারকা আজারেঙ্কার দশ মাস বয়সী ছেলে লিওকে ক্যালিফোর্নিয়ায় রেখে যেতে আসত। ক্যালিফোর্নিয়ার এক বিচারকের রায় অনুযায়ী, ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত আজারেঙ্কার সন্তান কোথাও যেতে পারবে না। সেজন্যই সন্তানকে ফেলে ফেড কাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৮ বছর বয়সী আজারেঙ্কা। সেই মূল্যটাও দিতে হয়েছে তার দেশকে। বেলারুশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে ১৭টি বছরের অপেক্ষার অবসান ঘটে আমেরিকান প্রমীলা টেনিস খেলোয়াড়দের। মিনস্কে বেলারুশকে নাটকীয়ভাবে হারিয়ে ২০০০ সালের পর প্রথমবারের মতো ফেড কাপের শিরোপা জিতে যুক্তরাষ্ট্র। বেলারুশ এবারই প্রথম ফেড কাপের ফাইনালে উঠেছিল। কিন্তু শিরোপা লড়াইয়ে বেলারুশ আগেভাগেই পিছিয়ে পড়ে তাদের প্রধান খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে।
×