ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাদাল যা ভাবছেন!

প্রকাশিত: ০৫:২১, ২৯ নভেম্বর ২০১৭

নাদাল যা ভাবছেন!

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমটা স্বপ্নের মতোই কেটেছে রাফায়েল নাদালের। দুটি গ্র্যান্ডস্লাম জয় ছাড়াও বেশ কয়েকটি শিরোপা নিজের শোকেসে তোলেন স্পেনের এই টেনিস তারকা। শুধু তাই নয়, দীর্ঘদিন পর বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই মৌসুম শেষ করেছেন ১৬টি গ্র্যান্ডস্লামের মালিক। নাদালের চোখে-মুখে এখন নতুন মৌসুমেও নিজের সেরাটা ঢেলে দেয়ার প্রত্যয়। নাদালের মতো এ মৌসুমটা দুর্দান্ত কেটেছে রজার ফেদেরারেরও। এ বছর যে চার গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সবকটিই সমান দুটি করে ভাগাভাগি করে নিয়েছেন তারা। শুধু তাই নয়, শেষদিকে নাদালকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সুযোগ ছিল সুইস কিংবদন্তিরও। কিন্তু কিছুদিনের জন্য বিরতিতে যাওয়ার কারণে আর সেটা হয়ে ওঠেনি ফেড এক্সপ্রেসের। তবে নতুন মৌসুমের শুরুতেই সুযোগ আছে ফেদেরারের। সেক্ষেত্রে শুরুতেই ভাল পারফর্মেন্স উপহার দিতে হবে তাকে। এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে অবশ্য কোন ধরনের চিন্তা-ভাবনা নেই নাদালের। এ প্রসঙ্গে কথা বলেছেন স্প্যানিশ টেনিস তারকার কোচ কার্লোস মোয়া। গত বছর ধরেই যার সঙ্গে কাজ করছেন নাদাল। এ প্রসঙ্গে মোয়া বলেন, ‘অবিশ্বাস্য একটা মৌসুম পার করেছি আমরা। কঠিন এবং দীর্ঘ সেই পথ পাড়ি দেয়ার পর এখন আমরা বিশ্রামে থাকতে চাই। যার মাধ্যমে নতুন মৌসুমের জন্য ব্যাটারিও রিচার্জ হয়ে যাবে। এখন আমরা ১০৪০ পয়েন্ট নিয়ে খুব বেশি ভাবছি না।’ গত এক দশকেরও বেশিরভাগ সময় ধরে টেনিস বিশ্বে রাজত্ব করছে ‘বিগ ফোর’ খ্যাত নাদাল-ফেদেরার কিংবা মারে-জোকোভিচ। কিন্তু চলতি বছরে একেবারেই নিষ্প্রভ ছিলেন এ্যান্ডি মারে এবং নোভাক জোকোভিচ। ইনজুরি এবং ফর্মহীনতায় দু’জনেই ভুগেছেন বেশ। অন্যদিকে তাদের অনুপস্থিতির সুযোগ নিয়েই টেনিস কোর্টে রাজত্ব করেছেন নাদাল-ফেদেরার। তবে এ বছরে চমক হিসেবে বলা যায় ডেভিড গোফিনের নামও। বেলজিয়াম তারকাই কেবল দুর্দান্ত ফর্মে থাকা নাদাল এবং ফেদেরারকে হারানোর গৌরব অর্জন করেন। নাদালের কোচ তাই ডেভিড গোফিনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এটা আসলে বিস্ময়করও বলা যায়। এটাই প্রথম বছর যে সে নাদাল-ফেদেরারকে হারিয়েছে। দু’জনকেই হারানোর কারণে অবশ্যই তাকে কৃতিত্বটা দিতে হবে।’ এদিকে অবাক হওয়ার মতো এক খবর বেরিয়েছে গণমাধ্যমে। ২০০৪ সালে ফর্মের তুঙ্গে থাকার সময়ই নাকি অবসরে যাওয়ার কথা ভেবেছিলেন রজার ফেদেরার। ক্যালেন্ডারের হিসেবে ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও সেই ফেদেরার ফুরিয়ে যাননি। বরং একের পর এক শিরোপা ঘরে তুলছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে ফেদেরার বলেন, ‘২০০৪ সালে বিশ্বের ১ নম্বর হওয়ার পরই মনে হয়েছিল অবসর নিয়ে ফেলি। কিন্তু তারপর মনে হলো আমার তো নতুন করে কাউকে কিছু প্রমাণ দেয়ার নেই। তাই খোলা মনে খেলতেই পারি।’ ২০৭ সপ্তাহ টানা এক নম্বর জায়গাটা দখল করে রেখেছিলেন রজার ফেদেরার। সেই সময় শেষ পর্যন্ত ২০০৭ সালে জায়গাটা ছিনিয়ে নেন নাদাল। পরে অবশ্য ২০০৯ সালে আবার পুরনো জায়গা ফিরে পেয়েছিলেন তিনি। চলতি মৌসুমে যেন আবারও সেই ফেদেরারকেই দেখছে টেনিস বিশ্ব। শুধু তাই নয়, ফেদেরার ২০১৮ সালেও নিজেকে মেলে ধরতে চান। আগামী বছর থেকে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে শীর্ষ ১৬ বাছাই খেলার সুযোগ পাবে। আর ফেদেরার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
×