ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারীর প্রতি সহিংসতা রোধে মহিলা পরিষদের পোস্টার প্রদর্শনী

প্রকাশিত: ০৫:১৯, ২৯ নভেম্বর ২০১৭

নারীর প্রতি সহিংসতা রোধে মহিলা পরিষদের পোস্টার প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নারীর প্রতি যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার প্রদর্শনী করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ‘যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো; নারী-পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ, রাষ্ট্র গঠন কর’ স্লোগানে মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই পোস্টার প্রদর্শনী কর্মসূচীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলাকালীন সময়ে এক সংক্ষিপ্ত আলোচনাসভা হয়। সভায় বাংলাদেশ মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার আফরোজা আরমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আয়শা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক, ইউ এন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি মাহতাবুল হাকিম, জেন্ডার এ্যান্ড উইমেন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী স্বর্ণা বসু প্রমুখ। সভায় আয়শা খানম বলেন, সামাজিক কাঠামো নারীদের পুরুষের অধীনস্ত করেছে। পিতৃতান্ত্রিক মনোভাব নিয়ে নারী প্রতিরোধের আইন তৈরি হয়েছে। এ জন্যই নারী একবার সহিংসতার শিকার হওয়ার পরে বিচার চাইতে গিয়ে আরও একবার নিপীড়নের শিকার হয়। ফলে ভয়ে নারীরা এখন নির্যাতনের শিকার হলেও বিচার চাইতে সাহস পায় না। তৌহিদুল হক বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত নারী নির্যাতন, নিপীড়নের মতো ঘটনা ঘটছে। কিন্তু কোন ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। ফলে নারী সহিংসতা আরও বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান দিয়ে নারী সহিংসতাকে মাপা ঠিক হবে না। এদেশে একজন নারীও যদি নির্যাতিত হয়ে বিচার না পান তাহলেও সেই দায় রাষ্ট্রকে নিতে হবে।
×