ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কৃত্রিম বুদ্ধিমত্তার রাজনীতিবিদ

প্রকাশিত: ০৫:১৮, ২৯ নভেম্বর ২০১৭

কৃত্রিম বুদ্ধিমত্তার রাজনীতিবিদ

বিশ্বে প্রথমবারের মতো ‘ভার্চুয়াল রাজনীতিবিদ’ চালু করেছে নিউজিল্যান্ড। দেশটির উদ্দেশ্য এমন এক প্রতিনিধি তৈরি করা যে জনগণের কথা শুনবে এবং বাস্তবতা ও রীতিনীতির অবস্থান থেকে প্রশ্নের উত্তর দেবে। এই প্রয়াস থেকেই ফেসবুক মেসেঞ্জারে ‘স্যাম (এসএএম)’ নামে একটি চ্যাটবট চালু করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের উদ্যোক্তা নিক গেরিটসেন ‘ভার্চুয়াল রাজনীতিবিদ’ উদ্ভাবন করেছেন। তিনি আশা করছেন, তার দেশের পরবর্তী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটি। ৪৯ বছর বয়সী নিক গেরিটসেনের উদ্ভাবিত ভার্চুয়াল রাজনীতিবিদ স্থানীয় নানা বিষয়সহ গৃহায়ণ, শিক্ষা ও অভিবাসনের মতো ইস্যুগুলো নিয়ে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। গেরিটসেন এর নাম দিয়েছেন স্যাম। তিনি বলেন, বর্তমানে রাজনীতির চর্চায় মতপার্থক্যের মাত্রা বেশি। তাই জলবায়ু পরিবর্তন ও সমতার মতো জটিল ইস্যুগুলো বিশ্বজুড়ে বিভিন্ন দেশে সমাধান করা যাচ্ছে না। এ জন্যই কৃত্রিম বুদ্ধিমত্তার রাজনীতিবিদ উদ্ভাবন করেছেন তিনি। গেরিটসেন বলেন, ফেসবুক মেসেঞ্জার ও নিজের হোমপেজে চালানো জরিপের মাধ্যমে স্যাম প্রতিনিয়ত শিখছে। মানুষের মধ্যে যে মতপার্থক্য, তা প্রযুক্তির জন্য একটা বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেন তিনি। -সিনেট
×