ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ০৫:১৮, ২৯ নভেম্বর ২০১৭

দিনাজপুরে বিএসএফের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আটোর সীমান্তে বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়। মঙ্গলবার ভোরে সীমান্তের ৩১৩ সাব-পিলারের কাছে ৩ নং মেইন পিলারের পাশেই এ ঘটনা ঘটে। বাংলাদেশী মোজাফ্ফর আলীকে বিএফএফ গুলি করার পর তার লাশ সীমান্ত থেকে বাংলাদেশের ৮০ গজ ভিতরে পড়ে ছিল। দিনাজপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, মঙ্গলবার বিকেল ৪টায় বিএসএফ’র গুলিতে নিহত মাদক বিক্রেতা দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের আটোর গ্রামের আবু তাহেরের পুত্র মোজাফ্ফর আলীর (৩২) লাশটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়না তদন্ত শেষে বিকেল সাড়ে ৪টায় নিহতের লাশ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশী যুবক হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল দিনাজপুর সদর উপজেলার ২৯ বিজিবির অধীন বড়গ্রাম বিওপি ক্যাম্পের জিরো পয়েন্টে বিজিবি এবং বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম ও বিএসএফ’র রায়গঞ্জ ৪১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক উমেশ্বর রায় পতাকা বৈঠকে নেতৃত্ব দেন। বিজিবির লিখিত প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ হত্যাকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে। পতাকা বৈঠকের পর নিহত মোজাফ্ফরের লাশ কোতোয়ালি পুলিশের এসআই মোস্তাফিজুর রহমানের কাছে সোপর্দ করা হয়। এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে সাড়ে ৪টায় তার লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি দায়ের করা হয়েছে।
×