ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেরেরাকে ছাড়া মাঠে নামবে রংপুর

প্রকাশিত: ১৯:১৬, ২৮ নভেম্বর ২০১৭

পেরেরাকে ছাড়া মাঠে নামবে রংপুর

অনলাইন ডেস্ক ॥ আজ সিলেট সিক্সার্সের সাথে গুরুত্বপূর্ণ খেলায় নেই সেই থিসারা পেরেরা। গত পরশু দেশে ফিরে গেছেন। ভারতের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য বিপিএল খেলা বাদ দিয়ে দেশে ফিরে গেছেন এ লঙ্কান অলরাউন্ডার। শোনা যাচ্ছে, এবার ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে থিসারাকেই অধিনায়ক করা হচ্ছে। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলে ‘ইউটিলিটি পারফরমার’-থিসারা পেরেরা ঠিক ঐ ক্যাটাগরির পারফরমার। এমন এক ক্রিকেটার চলে যাওয়ায় রংপুরের শক্তির ভারসাম্য কমবে অবশ্যই। আজই হয়ত তার অভাব অনুভব করবে মাশরাফির দল। এদিকে শুধু থিসারা পেরেরাই নন, আজকের ম্যাচ খেলে চলে যাবেন রংপুর রাইডার্সের আরেক লঙ্কান ফাস্টবোলার লাসিথ মালিঙ্গাও। তিনি যাবেন আগামীকাল সকালে। প্রসঙ্গতঃ উল্লেখ্য, আজ ২৮ ও কাল ২৯ নভেম্বর শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্যাম্পে ডাক পাওয়াদের ফিটনেস টেস্ট। মালিঙ্গা আজকের ম্যাচ খেলে ঐ ফিটনেস টেস্ট দিতে যাবেন। মোদ্দা কথা, রংপুরের পেস শক্তির বড় অংশ কমে যাচ্ছে। তাই রংপুর ম্যানেজমেন্ট বিকল্প বিদেশীর খোঁজে।
×