ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোপের সঙ্গে র্বমী সেনাপ্রধানের বৈঠক ॥ রাখাইনে ধর্মীয় বৈষম্যের কথা অস্বীকার

প্রকাশিত: ০৮:০৯, ২৮ নভেম্বর ২০১৭

পোপের সঙ্গে র্বমী সেনাপ্রধানের বৈঠক ॥ রাখাইনে ধর্মীয় বৈষম্যের কথা অস্বীকার

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার সফররত পোপ ফ্রান্সিস দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ইয়াঙ্গুনে মিয়ানমার আর্চবিশপের বাসভবনে ১৫ মিনিটের বৈঠকে মিন অং হ্লাইং রাখাইন অঙ্গরাজ্যে কোনপ্রকার ধর্মীয় বৈষম্যের কথা অস্বীকার করেন। পোপকে তিনি বলেন, মিয়ানমারে কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য নেই। আমাদের সেনাবাহিনীও এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। আমাদের সেনাসদস্যরা দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে। ৮০ বছর বয়সী খ্রীস্টানদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা সোমবার দুপুরে প্রথমবারের মতো মিয়ানমার সফরে যান। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। তবে এই বৈঠকে পোপ কী বলেছেন তা জানা যায়নি। মিয়ানমার সফরকালে দেশটির স্টেট কাউন্সিলর আউং সান সুচির সঙ্গে বৈঠক করবেন পোপ। মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রায় চারমাস আগে সেনা অভিযান শুরুর পর সেখান থেকে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে বর্ণনা করেছে। মিয়ানমারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের মধ্যেই সেখানে সফরে গেলেন পোপ। রবিবার রাতে ইতালির রাজধানী রোম থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা হন তিনি। সোমবার ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছার পর মিয়ানমারের কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পোপকে স্বাগত জানায়। এছাড়া শিশুরা পোপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
×