ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবদুল গাফ্ফার চৌধুুরী গুরুতর অসুস্থ

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ নভেম্বর ২০১৭

আবদুল গাফ্ফার চৌধুুরী গুরুতর অসুস্থ

সংবাদদাতা, ভিয়েনা, অস্ট্রিয়া থেকে ॥ বায়ান্ন’র ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে রচিত প্রভাতফেরির সেই কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’র মহান রচয়িতা ও খ্যাতিমান সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুুরী গুরুতর অসুস্থ। তিনি ডায়াবেটিস, কিডনি ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছেন। ৩৩ দিন আগে তিনি লন্ডনের মিড্লসেক্সের মেথুয়েন রোডে নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে কোমরে ব্যথা পান এবং ২০ দিন ধরে সেখানকার নর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার তার এমআরআই করা হয়েছে। সোমবার রাতে এ খবর লেখার সময় পর্যন্ত এমআরআই রিপোর্ট সম্পর্কে কিছু জানা যায়নি। আবদুল গাফ্ফার চৌধুুরীর কন্যা বিনীতা চৌধুরীর কাছ থেকে সোমবার রাতে টেলিফোনে পাওয়া শেষ খবর অনুযায়ী-শ্বাসযন্ত্রের জটিলতার কারণে গাফ্ফার চৌধুুরীকে অক্সিজেন মাস্ক দিয়ে শ্বাস নেয়ার ব্যবস্থা করা হয়েছে। বিনীতা আরও জানান, ডাক্তাররা তার পিতার শরীরের বহুমুখী পরীক্ষা করছেন। প্রতিটি মুহূর্তের সবকিছু তদারকি করা হচ্ছে। বাংলা ও বাঙালীর সংবাদ-সাহিত্যের এক কীর্তিমান পুরুষ আবদুল গাফ্ফার চৌধুুরী। যার যুক্তিনির্ভর ক্ষুরধার কলামের অপেক্ষায় থাকে বাংলাদেশের ও প্রবাসে বসবাসরত সিংহভাগ পাঠক। নন্দিত এই সাংবাদিকের রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
×