ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিটাগংকে ৭ উইকেটে হারল ঢাকা

রাজশাহীকে হারিয়ে শীর্ষেই খুলনা

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ নভেম্বর ২০১৭

রাজশাহীকে হারিয়ে শীর্ষেই খুলনা

মোঃ মামুন রশীদ ॥ সোমবার চলতি পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করে খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান তোলে দলটি। সে কারণে ৬৮ রানের বড় ব্যবধানে তারা হারিয়েছে রাজশাহী কিংসকে। রাজশাহী ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রান করতে সক্ষম হয়। এ জয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে এখন খুলনা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রাজশাহী। এর আগে একই মাঠে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে বিধ্বস্ত করে ঢাকা ডায়নামাইটস। সেই ম্যাচে ঢাকার ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইসের ৩১ বলে ঝড়ো ৭৫ রান ছিল দিনের প্রধান আকর্ষণ। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে খুলনা। দলীয় ২৮ রানে রাইলি রুশো (৬) সাজঘরে ফিরলেও ওপেনার নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ে সেটার প্রভাব পড়েনি। দ্বিতীয় উইকেটে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে ৪৫ রানের জুটি গড়েন তিনি। শান্ত ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করে সাজঘরে ফেরেন। তবে আফিফ অর্ধশতক হাঁকান। মাত্র ৩৮ বলে তিনি ৫ ছক্কায় ৫৪ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। মাহমুদউল্লাহ রিয়াদ ১ রানে ফিরে গেলেও নিকোলাস পুরান ২৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৭ কার্লোস ব্রেথওয়েট ১৪ বলে ৩ চার, ৩ ছক্কায় ৩৪ রান করলে ৫ উইকেটে ২১৩ রানের বিশাল সংগ্রহ পায় খুলনা। জেমস ফ্র্যাঙ্কলিন ৫০ রানে নেন ৩ উইকেট। এটি বিপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বাধিক এবং চলতি আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। নবম ওভারেই ৬৮ রানের মধ্যে সাজঘরে ফিরে যান ৪ ব্যাটসম্যান। দারুণ খেলতে থাকা রনি তালুকদারও ৩৬ (২৩ বলে ৫ চার, ১ ছক্কায়) রান করে সাজঘরে ফেরেন। খুলনার পেসার শফিউল ইসলামের তোপে ধসে পড়ে রাজশাহীর ইনিংস। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজশাহী। শেষদিকে মেহেদী হাসান মিরাজ ২৩ বলে ২৯ রান (১ চার, ২ ছক্কা) ব্যবধান কিছুটা কমিয়েছেন। ১৯ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় রাজশাহী। শফিউল ৫ ও আবু জায়েদ ২ উইকেট নেন। দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে বিধ্বস্ত করে ঢাকা ডায়নামাইটস। প্রথম ব্যাট করে চিটাগং আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৭ রানের দারুণ এক সংগ্রহ পায়। দ্বিতীয় উইকেটে লুক রনকি ও এনামুল হক বিজয় মাত্র ৬৫ বলে ১০৭ রানের জুটি গড়েন। দু’জনই অর্ধশতক হাঁকান। রনকি ৪০ বলে ৪ চার, ৪ ছক্কায় ৫৯ এবং বিজয় ৪৭ বলে ৩ চার, ৬ ছক্কায় ৭৩ রান করেন। জবাবে শহীদ আফ্রিদি প্রথম ওভারেই শূন্য রানে আউট হলেও ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যায় ঢাকা। তিনি মাত্র ৩১ বলে ৩ চার ও ৯ ছক্কায় ৭৫ রান করেন। এরপর ডেনলি ৩৯ বলে ৪ চার, ১ ছক্কায় ৪৪ রান করে সাজঘরে ফেরেন। তবে সাকিবের ১৭ বলে ২২ এবং ক্যামেরন ডেলপোর্টের ২৪ বলে ২ চার, ৩ ছক্কায় করা ৪৩ রানের অপরাজিত দুটি ইনিংসে ৭ বল হাতে রেখেই ১৮.৫ ওভারে ৩ উইকেটে ১৯১ রান তুলে জয় পায় ঢাকা। এটি বিপিএলে ঢাকার সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড। এর আগে তারা এবারই খুলনা টাইটান্সের বিপক্ষে ১৫৬ রান তাড়া করে জিতেছিল। স্কোর ॥ খুলনা টাইটান্স ইনিংস- ২১৩/৫; ২০ ওভার (পুরান ৫৭, আফিফ ৫৪*, শান্ত ৪৯, ব্রেথওয়েট ৩৪; ফ্র্যাঙ্কলিন ৩/৫০)। রাজশাহী ইনিংস- ১৪৫/১০; ১৯ ওভার (রনি ৩৬, মিরাজ ২৯, জাকির ১৯; শফিউল ৫/২৬, জায়েদ ২/৪৮)। ফল ॥ খুলনা টাইটান্স ৬৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ নিকোলাস পুরান (খুলনা টাইটান্স)।
×