ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ড. আসিফ নজরুলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

প্রকাশিত: ০৫:২১, ২৮ নভেম্বর ২০১৭

মাদারীপুরে ড. আসিফ নজরুলের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ নবেম্বর ॥ চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগ নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয়ার অভিযোগে মাদারীপুর সদর থানায় অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা রেকর্ডভুক্ত হয়েছে (জিআর নং ৬৭২/২০১৭)। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনুমতি পাওয়ার পর থানায় মামলাটি রেকর্ডভুক্ত হয়। গত ২৩ নবেম্বর ড. আসিফ নজরুলের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নৌপরিবহন মন্ত্রীর ভাগ্নে সৈয়দ আসাদ উজ্জামান মিনার। নৌপরিবহনমন্ত্রীর ভাগ্নে মামলার বাদী বলেন, যে স্ট্যাটাস দেয়া হয়েছ তা ভিত্তিহীন। এখানে মোট নিয়োগ দেয়া হয়েছে ৮৫ জন, যার মধ্যে মাদারীপুর জেলার রয়েছে মাত্র ৮ জন। মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনুমতি পাওয়ার পর রবিবার রাতে অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ডভুক্ত হয়েছে। আমরা এখন তদন্ত শুরু করেছি।
×