ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘অজ্ঞাতনামা’

প্রকাশিত: ০৫:০৯, ২৮ নভেম্বর ২০১৭

সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘অজ্ঞাতনামা’

সংস্কৃতি ডেস্ক ॥ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৭-এর চিত্রনাট্য বিভাগে সেরা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। আর সেরা চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন এ চলচ্চিত্রের পরিচালক তৌকীর আহমেদ। ২৫ নবেম্বর উৎসবের সমাপনী সন্ধ্যায় চলচ্চিত্রের পরিচালকের হাতে পুরস্কার তুলে দেন উৎসব কর্তৃপক্ষ। গত ২১ নবেম্বর সার্ক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক চলচ্চিত্র উৎসব ও সার্ক কালচারাল সেন্টার শ্রীলঙ্কার উর্ধতন কর্মকর্তা মাহিনদা সুমানাসেকারা, জুরি বোর্ডের সদস্য, সার্কের সদস্য রাষ্ট্রের কূটনীতিকরা, সার্কের পরিচালকরা ও সদস্য রাষ্ট্রের চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এবারের আসরে প্রতিযোগিতা বিভাগে সার্কভুক্ত ৮ দেশের ১৬টি চলচ্চিত্র লড়েছে। ‘অজ্ঞাতনামা’ ছাড়াও বাংলাদেশ থেকে এখানে প্রদর্শিত হয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’। বাংলাদেশ থেকে উৎসবে মাস্টার বিভাগে প্রদর্শিত হয়েছে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’। ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রে মধ্যপ্রাচ্যে শ্রমিকদের মানবেতর জীবনযাপন তুলে ধরা হয়েছে। ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, নিপুণসহ আরও অনেকে। এদিকে তৌকীর আহমেদ পরিচালিত নতুন ছবি ‘হালদা’ সারা দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর থেকে। এ চলচ্চিত্রের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।
×