ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৬, ২৮ নভেম্বর ২০১৭

বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের মালিপাথর, গোলাপ রায়ের দিঘিরপাড় ও ফিরিঙ্গি বাজার এলাকায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশিদের কাছে স্মারকলিপি প্রদান করে। নদীর পাড়ে সরকারী রাস্তার পাশে ড্রেজারের মাধ্যমে বালু তোলা এবং বিভিন্ন ধরনের বড় বড় যানবাহনে মাধ্যমে বালু সরবরাহ ও বিক্রি করা হচ্ছে। এতে আমাদের পরিবেশ দূষিত ও সরকারী রাস্তাসহ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা সমাধানে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সুবিধাবঞ্চিত ও দুস্থ শিশুদের জন্য শিক্ষা ও কল্যাণধর্মী সংগঠন ’শিশুর জন্য আমরা’র উদ্যোগে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার বিকেলে ৮০ সুবিধাবঞ্চিত ও দুস্থ শিশুর মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মুকুল কুমার মল্লিক, শহীদ শিক্ষা পরিবারের পরিচালক শহীদুল ইসলাম শহীদ, সংগঠনের আহ্বায়ক কে এম পারভেজ, শরীফ আহমদ বিজয় প্রমুখ বক্তব্য রাখেন।
×