ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপাহারে পূর্ব শত্রুতার জেরে ৭শ’ আম গাছ কর্তন

প্রকাশিত: ০৪:১৪, ২৮ নভেম্বর ২০১৭

সাপাহারে পূর্ব শত্রুতার জেরে ৭শ’ আম গাছ কর্তন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ নবেম্বর ॥ সাপাহারে পূর্ব শত্রুতার জের ধরে একটি বাগানের প্রায় ৭শ’ আম গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সাপাহার থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চাঁচাহার গ্রামের কৃষক আব্দুস সামাদ মন্ডল প্রায় ৩০ বছর আগে হরিপুর মৌজায় ৩ একর ৩৪ শতক জমি কিনে ভোগদখলসহ সেখানে আমবাগান তৈরি করে। হরিপুর গ্রামের হোসেন উদ্দীনের পুত্র নুরুজ্জামান দীর্ঘদিন থেকে উক্ত জমিটি দখলের জন্য কোর্টে মামলা দায়ের করে। পরবর্তীতে কোর্টের রায় চাঁচাহার গ্রামের কৃষক আব্দুস সামাদ ম-লের পক্ষে যায়। এতে নুরুজ্জামান ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। এ ঘটনার জের ধরে সোমবার ভোরে উক্ত জমিতে হোসেন উদ্দীন ও ছেলে নুরুজ্জামান বে-আইনীভাবে প্রায় ১৫/২০ জন সঙ্গী নিয়ে জমিতে প্রবেশ করে এবং বাগানের ৫ বছর বয়সের প্রায় ৭শ’ আম গাছ কেটে ফেলে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় সোমবার দুপুরে জমির মালিক সামাদ ম-লের পুত্র মাহাবুবুল আলম বাদী হয়ে সাপাহার থানায় একটি এজাহার দাখিল করে।
×