ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চান্দিনায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৪:১২, ২৮ নভেম্বর ২০১৭

চান্দিনায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ নবেম্বর ॥ চান্দিনায় আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার জেলার চান্দিনা উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাঃ প্রাণ গোপাল দত্তের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা মহাসড়কের উপর বসে পড়ে। এ সময় সড়কের উভয় পার্শ্বে তীব্র যানজট সৃষ্টি হয়। জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ প্রাণ গোপাল দত্ত ও আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের নেতাকর্মীরা দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এ নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীরা দুই ধারায় বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় গত শনিবার উপজেলার নবাবপুর বাজারে এ উপলক্ষে লাগানো পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার প্রতিবাদে সোমবার বিকেলে ডাঃ প্রাণ গোপাল দত্তের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি চান্দিনা উপজেলা পরিষদের প্রধান ফটক অতিক্রমের সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় চান্দিনা থানার ওসি আলী মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক দুলাল হোসেন, আওয়ামী লীগ নেতা মনু মিয়া প্রধান, অমল, ছাত্রলীগ নেতা সোহেল ও স্থানীয় সাংবাদিক রণবীর ঘোষ কিংকরসহ ৭ জন আহত হয়। পরবর্তীতে প্রাণ গোপালের অনুসারী লোকজন চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে। একপর্যায়ে প্রাণ গোপাল দত্তের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে তারা মহাসড়কের উপর বসে পড়ে। এ সময় সড়কের উভয় পার্শ্বে তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর প্রাণ গোপালের অনুসারীরা সন্ধ্যায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করার জন্য জড়ো হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর আবারও হামলা চালায়। এ ঘটনায় রবিন নামে এক কর্মীসহ আরও ৩ জন আহত হয়।
×