ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিঠামেলা

প্রকাশিত: ০৪:১১, ২৮ নভেম্বর ২০১৭

পিঠামেলা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ নবেম্বর ॥ সোমবার নিয়ামতপুরে নবান্ন উৎসব উপলক্ষে পিঠামেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নবান্ন উৎসবের কার্যক্রম শুরু হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ গেট থেকে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান হয়ে পুনরায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি প্রমুখ। বাল্যবিবাহ বন্ধ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৭ নবেম্বর ॥ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামে দু’টি বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান। আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ও রবিবার সন্ধ্যায় বাল্যবিবাহ বন্ধ করা হয়। সোমবার দুপুরে ময়েনদিয়া গ্রামের জাহিদ মোল্লার ৫ম শ্রেণী পাস মেয়ে নূপুরের সঙ্গে কানাইপুর গ্রামের রায়হান মৃধার বিয়ে হওয়ার কথা ছিল। অপরদিকে রবিবার সন্ধ্যায় ডোমরাকান্দি গ্রামের ঝিল্লুর মোল্লার মেয়ে জেএসসি পরীক্ষার্থী জান্নাতি আক্তারের সঙ্গে গোপালগঞ্জের রামদিয়া গ্রামের মানিক মোল্লার ছেলে রোমান মোল্লার বিয়ে হওয়ার কথা ছিল।
×