ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জগন্নাথদীঘি মুক্তাঞ্চল আজ

প্রকাশিত: ০৪:১১, ২৮ নভেম্বর ২০১৭

জগন্নাথদীঘি মুক্তাঞ্চল আজ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৭ নবেম্বর ॥ ‘জগন্নাথদীঘি মুক্তাঞ্চল’ বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল। আজ ২৮ নবেম্বর মহান স্বাধীনতাযুদ্ধের এই দিনে মুক্তিযোদ্ধাদের নিরলস প্রচেষ্টায় সীমান্তবর্তী জেলার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘির উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত হয়েছিল। ওই সময়ে ২৭ নবেম্বর শেষরাতে মুক্তিবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে জগন্নাথদীঘির পাড়ে অবস্থিত পাক বাহিনীর ক্যাপ্টেন জংয়ের ঘাঁটির পতন ঘটে। দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে এ স্মৃতিকে অমর করে রাখতে জগন্নাথদীঘির পাড়ে স্মৃতিতোরণ, পাঠাগার, সমাজকল্যাণ কেন্দ্র ও দাতব্য চিকিৎসালয় স্থাপনের কথা থাকলেও তা গত ২৪ বছরেও বাস্তবায়ন হয়নি। ১৯৯৩ সালে এখানে ওইসব প্রতিষ্ঠান স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও এখনও এর কোন কার্যক্রমই শুরু হয়নি। জগন্নাথদীঘি মুক্তাঞ্চল স্মৃতি পরিষদের নেতাদের মতে, সরাসরি যুদ্ধের মাধ্যমে এটিই বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল। স্বাধীনতাযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৭১ সালের ১১ নবেম্বর চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারায় মুক্তিবাহিনীর ৯ গেরিলা যোদ্ধা শহীদ হলে পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর আক্রমণ তীব্র হয়। ফলে ২৭ নবেম্বর শেষ রাতে সম্মুখযুদ্ধে জগন্নাথদীঘির পাড়ে অবস্থিত পাকবাহিনীর ক্যাপ্টেন জংয়ের ঘাঁটির পতন ঘটে। জংয়ের ঘাঁটির পতনের মাধ্যমে জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর দক্ষিণে ১০ কিলোমিটার বাংলাদেশের ইতিহাসে প্রথম শত্রুমুক্ত হয়।
×