ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমতলীতে অজ্ঞাত রোগে সহস্রাধিক হাঁসের মৃত্যু

প্রকাশিত: ০৪:১০, ২৮ নভেম্বর ২০১৭

আমতলীতে অজ্ঞাত রোগে সহস্রাধিক হাঁসের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৭ নবেম্বর ॥ উপজেলার বিভিন্ন গ্রামে গত সাতদিনে অজ্ঞাত রোগে সহস্রাধিক হাঁসের মৃত্যু হয়েছে। এতে হাঁস পালনকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। প্রাথমিক লক্ষণ হিসেবে হাঁসের ঘাড় বাঁকা হয়ে মারা যায়। রোগ শনাক্ত করা যাচ্ছে না। কোন ওষুধই কাজে লাগছে না। হলদিয়া গ্রামের আলমগীর মীরার ৬৫০টি, মোকলেস হাওলাদারের ৯০টি, ইউনুস মিয়ার ৫০টি, দুদল মিয়ার ২০টি ও শাহ আলম গাজীর ১০০টি হাঁস মারা গেছে। এছাড়া উপজেলা শহর ঘটখালী, কুকুয়া, আঠারোগাছিয়া, সোনাখালী, গাজীপুর ও চুনাখালীসহ বিভিন্ন গ্রামে হাঁস মারা যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আলতাফ হোসেন বলেন হাঁস মারা যাওয়ার খবর পেয়েছি।
×