ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত অচল

প্রকাশিত: ০৪:১০, ২৮ নভেম্বর ২০১৭

আইনজীবী হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত অচল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আইনজীবী ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনার রহস্যের জট এখনও খোলেনি। তবে তার কথিত স্ত্রী রাশেদা বেগমসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম রবিবার রাতে কুমিল্লা থেকে আটক করে রাশেদা বেগম এবং হুমায়ুন কবির নামের দুজনকে। পরে তাদের তথ্যানুযায়ী চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বাকি দুজনকে আটক করে। এ ৬ জন হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকতে পারে, এমনই তথ্য রয়েছে পুলিশের কাছে। পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে হত্যাকারীদের আটক করতে সম্ভাব্য সকল জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে আটক করা হয় রাশেদা এবং হুমায়ুনকে। তাদের কাছ থেকে কিছু তথ্য মেলে। সে অনুযায়ী সোমবার নগরীর ইপিজেড এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে আরও ৪ জনকে। এ ৬ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটুকু তথ্য পাওয়া গেছে তা এ মামলার তদন্তে সহায়ক হতে পারে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতে অনুমতি নিয়ে এ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে।
×