ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারীদের পেশাগত পরিবেশ নিশ্চিত করতে হবে -চবি উপাচার্য

প্রকাশিত: ০৪:১০, ২৮ নভেম্বর ২০১৭

নারীদের পেশাগত পরিবেশ নিশ্চিত করতে হবে -চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে নারীদের মেধা এবং ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। নারীর মেধা ও প্রজ্ঞার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনসহ তাদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সভায় কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী। আইন অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, আধুনিক সমাজ-সভ্যতার ক্রমবিকাশ, বাস্তবতার নিরিখে মাতৃতান্ত্রিক ও পিতৃতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য এবং বর্তমান পুরুষশাসিত সমাজে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন নেতিবাচক দিক পরিহার করতে হবে। একটি আধুনিক সমাজ গঠনের জন্য নারীদের এগিয়ে নেয়ার কাজ অত্যন্ত জরুরী। আইন অনুষদের ডিন ও আইন বিভাগের সভাপতি প্রফেসর এবিএম আবু নোমানের সভাপতিত্বে সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদের পরিচালনায় এ আলোচনা সভায় অন্যদের মাঝে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন মোঃ আরিফুল ইসলাম, ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড অফিস প্রমুখ।
×