ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালকিনিতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

প্রকাশিত: ০৪:০৯, ২৮ নভেম্বর ২০১৭

কালকিনিতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৭ নবেম্বর ॥ পূর্ব শত্রুতার জের ধরে কালকিনিতে আবুল বাশার মিয়া নামের এক মুক্তিযোদ্ধার বসতবাড়িতে রাতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ বিষয় সোমবার সকালে থানায় অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী মুক্তিযোদ্ধা। জানা গেছে, পৌর এলাকার লক্ষ্মীপুর-পখিরা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আলী হোসেন মুন্সির ছেলে মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়ার বসতবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে রবিবার রাতের আঁধারে প্রায় ৭/৮ জনের একটি দুর্বৃত্তের দল হামলা চালিয়ে বাড়ির গেট ও সাইবোর্ড ভাংচুর করে। ইস্টার্ন ভার্সিটিতে ক্লাব কার্নিভাল অনুষ্ঠিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২৬ নবেম্বর অনুষ্ঠিত হলো ‘ক্লাব কার্নিভাল’ ২০১৭। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হামিম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ অনুষ্ঠান উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত ‘উচ্চশিক্ষায় সহ-শিক্ষার গুরুত্ব’ বিষয়ক সেমিনারে তিনি লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষায় ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগকে সাধুবাদ জানান। উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ। -বিজ্ঞপ্তি
×