ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস কোরের সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৩:৫৮, ২৮ নভেম্বর ২০১৭

সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস কোরের সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ২০১৭-২ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড সোমবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং সেন্টার এ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে অনুষ্ঠিত হয়। আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশে সমাপনী ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, কাদিরাবাদ সেনানিবাসের সব স্তরের সামরিক সদস্যগণ ও তাদের পরিবারবর্গ, নবীন সৈনিকের অভিভাবকগণ এবং বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্যারেড উপভোগ করেন। আর্মি সার্ভিস কোরে সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ॥ এদিকে আর্মি সার্ভিস কোরের রিক্রুট ব্যাচ-১৭ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড সোমবার খুলনার জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার এ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় সদ্য শপথ গ্রহণকারী এএসসি সেন্টার রিক্রুট ব্যাচ-১৭ এর নবীন সৈনিকদের আন্তরিক শুভেচ্ছা জানান। মনোজ্ঞ কুচকাওয়াজের প্যারেড কমান্ডার হিসেবে মেজর শেখ আব্দুল্লাহ হেল মামুন প্যারেড পরিচালনা করেন। এ সময় সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ, জাহানাবাদ সেনানিবাসের সব স্তরের সামরিক সদস্য ও তাদের পরিবারবর্গ, নবীন সৈনিকের অভিভাবকগণ এবং বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্যারেড উপভোগ করেন। উল্লেখ্য, এএসসি সেন্টার রিক্রুট ব্যাচ-১৭ আর্মি সার্ভিস কোরে ৫ম বারের মতো মহিলা রিক্রুটসহ রিক্রুটগণ শপথ গ্রহণ করে। এই রিক্রুট ব্যাচে সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে মোছাঃ উর্মিলা বেগম এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে মোঃ আকরাম হোসেন নির্বাচিত হন। একই সঙ্গে সব বিষয়ে ভাল ফলের জন্য ‘সি’ কোম্পানি শ্রেষ্ঠ কোম্পানি হওয়ার গৌরব অর্জন করে। -আইএসপিআর
×