ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্ল্যাক ফ্রাইডেতে রেকর্ড ২৮৭ কোটি টাকার পণ্য কেনাবেচা

প্রকাশিত: ০৩:৫৫, ২৮ নভেম্বর ২০১৭

ব্ল্যাক ফ্রাইডেতে রেকর্ড ২৮৭ কোটি টাকার পণ্য কেনাবেচা

পশ্চিমা বিশ্বের উৎসব থ্যাঙ্কস গিভিং ডে ও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনলাইনে রেকর্ডসংখ্যক বেচাকেনা হয়েছে। মার্কিন খুচরা বিক্রেতারা অনলাইনেই বেচাকেনা করেছে ২৮৭ কোটি ডলারের পণ্য। ব্যাপক হারে ছাড়ে মোবাইল ডিভাইস বিক্রি করে প্রধান ছুটির মৌসুমের শুরুটা বেশ ভালই হয়েছে। জানা গেছে, ব্ল্যাক ফ্রাইডেতে এ বছর গত বছরের চেয়ে দ্বিগুণের বেশি বিক্রি হয়েছে। ২০১৬ সালে বিক্রি হয়েছিল ১৩০ কোটি ডলারের পণ্য। এ্যাডবি এ্যানালিস্ট নামের লেনদেন বিশ্লেষক সংস্থার শীর্ষ ১০০টি ওয়েবভিত্তিক খুচরা পণ্য বিক্রয়কারী মার্কিন প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য জানা গেছে। সূত্র ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স। অন্যদিকে থ্যাঙ্কস গিভিং ডের বা ধন্যবাদ জানানোর দিনের পরদিন উদযাপিত ব্ল্যাক ফ্রাইডেতে ই-কমার্স সাইটগুলোতে রেকর্ড পরিমাণ পণ্য বেচাকেনা হয়েছে। বিভিন্ন পণ্যের ওপরে ছাড় থাকায় ক্রেতারা অনলাইন থেকে মোট ৫ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য কিনেছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×