ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বালিতে অগ্ন্যুৎপাতে চাপা পড়ছে আশপাশের এলাকা

প্রকাশিত: ০৩:৪৭, ২৮ নভেম্বর ২০১৭

বালিতে অগ্ন্যুৎপাতে চাপা পড়ছে আশপাশের এলাকা

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে ছাই উদ্গিরণ শুরু হওয়ায় দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক প্রশাসন বিপদসংকেত দিতে বিমান চলাচলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ঘন ধোঁয়ায় বালি দ্বীপের আকাশ ঢেকে যাওয়ায় এ ‘রেড এলার্ট’ জারি করা হয়। ছাইয়ের মেঘ ১৯ হাজার ৬৫৪ ফুটের বেশি উচ্চতায় পৌঁছে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। যদিও সেখানে এখনও বিমান চলাচল স্বাভাবিক আছে বলে জানায় স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ছাইয়ের কারণে বিমানের ইঞ্জিন নষ্ট হওয়ার আশঙ্কায় কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে। ভ্রমণকারীদের তাদের ফ্লাইটের খোঁজ নেয়ার জন্য এয়ারলাইন্স কিংবা ট্র্যাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকাগুলোতে কর্তৃপক্ষ মাস্ক বিতরণ শুরু করেছে। -ওয়েবসাইট
×